ময়না কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতির পদত্যাগপত্র নিয়ে চাঞ্চল্য রাজ্য December 20, 2017 ময়না কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ করার পর তৃণমূল ছাত্র পরিষদের ময়না কলেজ ইউনিট সভাপতির পদত্যাগপত্র ঘিরে চাঞ্চল্য ছড়ায় । সোমবার সংগঠনের জেলা সভাপতিকে তিনি পদত্যাগপত্র পাঠান । যদিও এই বিষয় নিয়ে ময়না কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য কালীপদ মাইতি এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হন নি । ছাত্র ইউনিটের সভাপতি নির্মল বেরা বলেন ” অবৈধভাবে টিচার কাউন্সিল নির্বাচন , অনিয়মিত ক্লাস নেওয়ার মতো নানা ছাত্র স্বার্থ বিরোধী ঘটনা ঘটছে । সংগঠন ও দলের নেতৃত্বকে জানিয়ে কোনও লাভ হচ্ছে না । তাই বাধ্য হয়ে পদত্যাগ করছি ।” তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপক দাস বলেন ” আমি পদত্যাগপত্র পেয়েছি । আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।” ময়না কলেজের পরিচালন সমিতির সভাপতি তথা বিধায়ক সংগ্রাম দোলই বলেন ” আশা করছি, আগামী দিনে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে । ভারপ্রাপ্ত অধক্ষ্যের বিরুদ্ধে করা অভিযোগের ভিত্তি নেই ।” আপনার মতামত জানান -