এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার ‘পিসির’ হাত ছেড়ে কি সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন এই তৃণমূল নেতা

এবার ‘পিসির’ হাত ছেড়ে কি সত্যিই বিজেপিতে যোগ দিতে চলেছেন এই তৃণমূল নেতা

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আর এক ‘প্রাক্তন’ হেভিওয়েট যুবনেতা এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে কলকাতার এক ওয়েব পোর্টালের দাবি। এককালে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বময়নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ‘পিসি’ (এতটাই ঘনিষ্ঠ ছিলেন তিনি দলনেত্রীর) বলেই ডাকতেন, আর এবার সেই ‘পিসির’ হাত ছেড়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল কংগ্রসের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পান্ডা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছে ওই ওয়েব পোর্টাল। প্রসঙ্গত নারাদা কাণ্ডে তাঁর নাম জড়ানোর পর থেকেই তিনি তৃণমূল থেকে দূরত্ত্ব বাড়িয়েছিলেন এবং তার পর থেকেই তিনি রাজনীতি থেকেও দীর্ঘদিন দূরে ছিলেন। তিনি মন দেন চলচিত্র নির্মাণে, নন্দীগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি করেন ‘কমরেড’ নামে এক সিনেমা, কিন্তু এবার আপাতত সেই চলচিত্র নির্মাণ তুলে রেখে আবারো তিনি নামতে চলেছেন রাজনীতির ময়দানে, তবে এবার গায়ে গেরুয়া নামাবলী ছড়িয়ে বলেই দাবি করেছে ওই ওয়েব পোর্টালটি। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!