‘দানার বদলে দানা’, কর্মিসভা থেকে অর্জুন সিংকে ‘চূড়ান্ত’ হুমকি গৌতম দেবের বিশেষ খবর রাজ্য January 5, 2018 পারদ চড়তে শুরু করল নোয়াপাড়া উপনির্বাচনের। রাজ্যের অন্য তিন প্রধান রাজনৈতিক দল নোয়াপাড়াতে প্রার্থী ঘোষণা করে দিলেও, বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক মঞ্জু বসুকে বিজেপি প্রার্থী করতে পারে এই জল্পনায় ভর করে ক্রমশ সরগরম হচ্ছে নোয়াপাড়া, তার মাঝেই অনেকদিন চুপ থাকার পর নাপাড়ায় দলীয় নির্বাচনী সভা থেকে আবার বিতর্কিত মন্তব্য করে ফেললেন সিপিআইএম শীর্ষ নেতা। সরাসরি না বললেও, ইঙ্গিতে যে কথা বললেন তার মানে দাঁড়ায় দরকারে ‘বন্দুকের’ ব্যবহার হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তারফলে শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক। নোয়াপাড়াতে রাজ্যের শাসকদলের তরফে ভোটের দায়িত্ত্বে আছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং আর শাসকদলের প্রার্থী হয়েছেন তাঁরই আত্মীয় সুনীল সিং। গতকাল নোয়াপাড়ায় বামেদের কর্মীসভা ছিল, সেখান থেকেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে দলীয় কর্মীদের উদ্দেশ্যে গৌতমবাবু বলেন, অর্জুন যদি দানা মারে গার্গীকে, তাহলে সেই দানা ফিরিয়ে দিতে হবে! তৈরি থাকতে গার্গীকে। আমরা সেই রকম প্রার্থীই দিয়েছি, কোন রকম ছাড় দেওয়ার ব্যাপার নেই। গৌতমবাবুর কথাতেই স্পষ্ট নোয়াপাড়ায় দলীয় প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের উপরে শাসকদল কোনোরকম হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে আর সেই কাজটা করতে হবে দলীয় কর্মীদের। যা যথেষ্টই বিতর্কিত, কিন্তু তার থেকেও বড় বিতর্ক বেঁধেছে ‘দানা’ শব্দটি নিয়ে। তাহলে কি গৌতমবাবু আশঙ্কা করছেন শাসকদল এই নির্বাচনে আগ্নেয়াস্ত্রের প্রয়োগ করতে চলেছে? আর তা যদি হয় তাহলে কি বাম কর্মীদেরও তিনি তা ঠেকাতে আগ্নেয়াস্ত্র প্রয়োগের নিদান দিয়ে গেলেন? বিতর্ক কিন্তু থামছে না। আপনার মতামত জানান -