এখন পড়ছেন
হোম > জাতীয় > অটলবিহারীর পর দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ‘ব্যাঙ্গাত্মক’ নোবেল পাচ্ছেন নরেন্দ্র মোদী

অটলবিহারীর পর দ্বিতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ‘ব্যাঙ্গাত্মক’ নোবেল পাচ্ছেন নরেন্দ্র মোদী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন ধরেই নোবেল শান্তি প্রাপকদের তালিকায় নাম দেখা যাচ্ছিল আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। আর এবার ঐ তালিকায় নাম উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য সৃষ্টি হয়। খোঁজ নিয়ে দেখা যায়, নোবেল শান্তি পুরস্কার তো বটেই। তবে এটি ব্যঙ্গাত্মক নোবেল শান্তি পুরস্কার। শুধুমাত্র ব্যঙ্গ করে আইজি নোবেল নামে একটি পুরস্কার দেওয়া হয় কয়েক হাজার মানুষের সামনে। শুধুমাত্র রাষ্ট্রনেতাদের কার্যকলাপের জন্য ব্যঙ্গাত্মক নোবেল পুরস্কারটি দেওয়া হয়।

এই পুরষ্কারটির নাম আইজি নোবেল। অন্যদিকে আরেকটি খবর হলো, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি এই পুরস্কারটি পেলেন। এর আগে কিন্তু আরও একজন ভারতীয় প্রধানমন্ত্রী এই ব্যঙ্গাত্মক নোবেল পুরস্কার পেয়েছেন। আর তিনি হলেন বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। প্রশ্ন উঠেছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কি এমন করলেন, যার জন্য তাঁকে ব্যঙ্গাত্মক আইজি নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে? জানা যাচ্ছে, করোনা প্রাক্কালে তিনি বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন, মানুষের জীবন মৃত্যুর ওপর রাজনৈতিক নেতাদের প্রভাব রয়েছে।

এবং তা বিজ্ঞানীদের থেকে অনেকটাই বেশি। আর এই কথাকে নিয়েই শুরু হয়েছে ব্যঙ্গ। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময়ে আলোচিত হন। তবে প্রধানমন্ত্রী মোদী একা নন, এই পুরস্কার প্রাপকদের তালিকায় আরও হেভিওয়েট ব্যক্তি রয়েছেন। যেমন- ব্রাজিলের প্রেসিডেন্ট বলসেনারো, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ আরও অনেক রাষ্ট্রনায়েক। আইজি নোবেলের ব্যাপারটি অনেকের কাছেই পরিষ্কার নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে বলা যায়, অ্যানালস অফ ইমপ্রোবাবল রিসার্চ ম্যাগাজিনের তরফ থেকে প্রতিবছরই ব্যাঙ্গ করে এই নোবেল পুরস্কার বিভিন্ন রাষ্ট্রনেতাদের দেওয়া হয়ে থাকে। সাধারণত কোন ঘটনার ব্যাঙ্গার্থক দিকটি বিশেষ নজরে উঠে আসে পুরস্কার দেওয়ার জন্য। জানা গিয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্যান্ডার্স থিয়েটারে কয়েক হাজার মানুষের সামনে এই পুরস্কার প্রদান করেন নোবেলজয়ীরা। তবে শুধুমাত্র ঠাট্টার ছলেই এই নোবেল পুরস্কার প্রদান করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীও 1998 সালে এই পুরস্কার পেয়েছিলেন, সে সময় তাঁর আগ্রাসী শান্তিপূর্ণভাবে পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য। তাঁকে ব্যাঙ্গাত্মক নোবেল পুরস্কার শান্তি পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে ব্যঙ্গাত্মক শান্তির নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের তালিকাতে প্রধানমন্ত্রীর নাম ওঠা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দেশজুড়ে চর্চা। রাজনৈতিক দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যথেষ্ট আলোচনার শীর্ষে রয়েছেন বলে মনে করা হচ্ছে। তার ওপরে আইজি নোবেল পুরস্কার প্রাপকদের তালিকায় থাকা নিয়ে আলোচনা যে আরো কয়েকগুণ বেড়ে যাবে, সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!