এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের লোক মারা যাবেই” কেন এমন বললেন দিলীপ ঘোষ !

 “অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের লোক মারা যাবেই” কেন এমন বললেন দিলীপ ঘোষ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই একে অপরের দিকে দোষারোপ করতে শুরু করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, এই ব্যাপারে রেলের গাফিলতি ছিল। আর এই পরিস্থিতিতে বাংলার এত মানুষের মৃত্যু নিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, বাংলায় কোনো কাজ নেই, চাকরি নেই। সেই কারণে এখানকার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে যাচ্ছে। আর সেই কারণেই এক্সিডেন্ট হলে আমাদের লোকেরা বেশি মারা যাচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এখন প্রধানমন্ত্রী অনেক উন্নতির চেষ্টা করছেন। কিন্তু এখানে কোনো চাকরি নেই, কাজ নেই। আজকে চাকরি থেকে শুরু করে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে হচ্ছে বাংলার মানুষকে। আর সেই কারণে কোনো অ্যাক্সিডেন্ট হলে আমাদের লোকেরা বেশি মারা যাচ্ছে। আজকে কেন আপনি চাকরি দিতে পারেন না! বাংলায় কাজ কোথায়! সুতরাং অ্যাক্সিডেন্ট হলে তো আমাদের লোকেরা মারা যাবেই।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে দিলীপ ঘোষ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার সরকারকে চাপে ফেলে দিলেন। রাজ্য সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তুললেন যে, বাংলায় কোনো কাজ নেই কেন! আর সেই কাজ না থাকার জন্যই আজকে বাইরের রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে বাংলার যুবক যুবতীদের। যার কারণে কোথাও কোনো দুর্ঘটনা হলে তার সম্মুখীন হচ্ছেন বাংলার সাধারণ মানুষ। অর্থাৎ পরোক্ষে রাজ্যের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে এই দুর্ঘটনায় মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনকে চাপে ফেলে দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!