এখন পড়ছেন
হোম > জাতীয় > “রেলকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন” মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের !

“রেলকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন” মমতাকে তীব্র কটাক্ষ দিলীপের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দেশে ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ দিয়েছে প্রচুর মানুষের‌। আর তারপরেই বিরোধী দলগুলোর পক্ষ থেকে তোলা হচ্ছে নানা প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে অ্যান্টি কলিশন ডিভাইস না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে গোটা বিষয় নিয়ে রেল মন্ত্রককে কাঠগড়ায় দাঁড় করিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেই কটাক্ষের জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে সমস্ত দুর্ঘটনা ঘটেছে, তার একটাও দায় তিনি নেননি। তাই তার ভাইপো এখন এত বড় কথা বললে, সেটা কেউ শুনবে না।

প্রসঙ্গত, এদিন ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই অ্যান্টি কলিশন ডিভাইস কেন কাজ করছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ব্যাপারেই প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন যে সমস্ত দুর্ঘটনা ঘটত, তার একটাও দায় তিনি নিতেন না। তিনি পালিয়ে বেড়িয়েছেন। তিনি রেলকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার সময় জ্ঞানেশ্বরী, গাইজল এই সমস্ত ঘটনা ঘটেনি! মানুষ কি সেগুলো ভুলে গিয়েছে! তাই তার ভাইপো এত বড় বড় কথা বললেও সেগুলো মানুষ শুনবে কেন!”

একাংশ বলছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রেল দুর্ঘটনার পরে সরব হচ্ছেন। তৃণমূলের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় রেলের পরিকাঠামো উন্নয়ন না করে একের পর এক রেলস্টেশন এবং রেল উদ্বোধন করে গিয়েছেন। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। ফলে একটা বড় দুর্ঘটনার পর যেভাবে কেন্দ্রকে কটাক্ষ করছেন তৃণমূলের নেতা নেত্রীরা, এবার তা নিয়েই পাল্টা তৃণমূলকে চাপে ফেলে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!