এখন পড়ছেন
হোম > রাজ্য > ৬৭ মামলার ‘মায়াজালে’ আপাতত জেলের পিছনেই ট্যাক্টে হচ্ছে ভাঙড় আন্দোলনের নেতাকে

৬৭ মামলার ‘মায়াজালে’ আপাতত জেলের পিছনেই ট্যাক্টে হচ্ছে ভাঙড় আন্দোলনের নেতাকে


শনিবার ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে বারুইপুর আদালতে পেশ করলো বারুইপুর থানার পুলিশ। এদিন আদালত  এই রেডস্টার নেতাকে ১০দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল। জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি ধৃত অলীক চক্রবর্তীর জামিনের আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়। জানা যাচ্ছে ধৃত এই নেতার বিরুদ্ধে  মোট ৬৭টি মামলা রয়েছে। উল্লেখ্য শুক্রবার গভীর রাতে সিপিআইএমএল রেডস্টার নেতা অলীক চক্রবর্তীকে গভীর রাতেই ভুবনেশ্বর থেকে ট্রানজিট রিমান্ডে বারুইপুরে নিয়ে আসা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরদিনেই কড়া নিরাপত্তায় তাঁকে বারুইপুর আদালতে পেশ করা হয়। আদালতে পেশের আগে এই নেতার মেডিকেল টেস্ট করানো হয় বলেও জানা যাচ্ছে । এদিন পুলিশ জানিয়েছে পুলিশ হেফাজতে থাকাকালীন এই নেতার চিকিৎসার প্রয়োজন হলে  পুলিশের পক্ষ থেকে তা করা হবে। তাঁর বিরুদ্ধে যে ৬৭ টি মামলা রয়েছে তার মধ্যে ৪১টি মামলায় সরাসরি অভিযুক্ত অলীক চক্রবর্তী। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে সেই মামলার বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারকে একরকম হুমকি দেওয়া হয়েছে। তাঁদের মতে ধৃত নেতা অলীক চক্রবর্তী যখন আন্দোলনরত ছিলেন তখন তাঁকে গ্রেফতার করা হলোনা কিন্তু যখন শারীরিক অসুস্থতার দরুণ চিকিৎসার প্রয়োজনে অন্য রাজ্যে গেলেন তখন সেখান থেকে পুলিশ তাঁকে অমানবিক ভাবে গ্রেফতার করে। এই ঘটনা নিসন্দেহেই আইন বিরুদ্ধতার দাবি করে। আর এরজন্যে মাসুল দিতে হবে রাজ্য সরকারকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!