এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > লোহাপুরের প্রতিবাদ সভা থেকে গর্জে উঠলেন অনুব্রত এন আর সির বিরুদ্ধে রীতিমত চ্যালেঞ্জ চুঁড়ে দিলেন কেন্দ্রকে

লোহাপুরের প্রতিবাদ সভা থেকে গর্জে উঠলেন অনুব্রত এন আর সির বিরুদ্ধে রীতিমত চ্যালেঞ্জ চুঁড়ে দিলেন কেন্দ্রকে


জাতীয় নাগরিক পঞ্জী আইন নিয়ে ইতিমধ্যে সারা দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এ রাজ্যে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নাগরিকপঞ্জি আইনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন। পথে নেমে তিনি প্রতিবাদ জানিয়েছেন প্রথম থেকেই। শুধু তাই নয়, জাতীয় নাগরিকপঞ্জি আইনের বিরুদ্ধে দেশের অবিজেপি দলগুলিকে একজোট হওয়ার আবেদন জানান তিনি। পশ্চিমবঙ্গ জুড়ে এনআরসি এবং জাতীয় নাগরিকপঞ্জি   আইনের বিরোধিতায় সভা মিছিল হচ্ছে প্রতিদিনই। এবার তৃণমূলের একনিষ্ঠ সদস্য অনুব্রত মণ্ডল নলহাটি 2 নম্বর ব্লকের লোহাপুরে প্রতিবাদ সভা থেকে গর্জে উঠলেন এনআরসির বিরুদ্ধে।

এদিন অনুব্রত মণ্ডল সভাশেষে পুজো দেন ঠাকুরের কাছে। এবং সেখানে তিনি বলেন যে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক সুস্থতার জন্য পুজো দেন। এরসাথে কেন্দ্রে সরকার বদল এর প্রার্থনা করেন। শনিবার নলহাটির দু নম্বর ব্লকের সবথেকে অনুব্রত মণ্ডল বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এক বিন্দু রক্ত থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি এবং সি এ এ করতে দেওয়া হবে না।’ এদিন জাতীয় নাগরিক পঞ্জী এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে নলহাটিতে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আসিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী এবং তৃণমূল ব্লক সভাপতি বিভাস অধিকারি, নলহাটির বিধায়ক মইনুদ্দিন সামস ও দলের জেলা সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিম্মিও ছিলেন।

এদিন প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন “আমরা জীবন থাকতে এন আর সি করতে দেব না। কোন সার্ভে করতে দেব না। বীরভূমে তো কথাই নাই। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে পশ্চিমবঙ্গে সার্ভে হবে। আমাদের সরকারের লোক যাবে সেদিন আমরা মানব। মোদি-অমিত শা’র কথা মানব না”। অনুব্রত এদিন সভা থেকে আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মরে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এন আর সি করেতে দেব না। চ্যালেঞ্জ করলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন প্রতিবাদ সভা শেষে অনুব্রত মণ্ডল সোজা যান আকালিপুর মন্দিরে। সেখানে তার স্ত্রীর সুস্থতার জন্য তিনি প্রার্থনা করে পুজো দেন। পুজো দেওয়ার পর তিনি বলেন “স্ত্রী দুই বছর ধরে ক্যান্সারে ভুগছে। মায়ের কাছে প্রার্থনা করলাম স্ত্রীকে সুস্থ করে দাও। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর-স্বাস্থ্য যেন ভালো থাকে। বিধানসভা নির্বাচনে ২৩০ থেকে ২৫০ যেন আসন যেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে সেই কামনা করলাম। আর ভারতবর্ষে এই ধরণের সরকার যেন না থাকে সেই প্রার্থনা করলাম”।

সংশোধিত নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে ইতিমধ্যে দেশজুড়ে বিক্ষোভের ঝড় বয়ে যাচ্ছে। ক্রমশ এই প্রতিবাদের ঝড় সাইক্লোন এ পরিণত হচ্ছে। অন্যদিকে, কলকাতাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনাগাড়ে প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, সেই প্রতিবাদ মিছিল থেকে তিনি দেশের প্রতিটি বিরোধী শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এনআরসি নিয়ে যেভাবে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, দেশের কেন্দ্রীয় নেতৃত্ব স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিতে পড়েছে। আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতি এনআরসি ইস্যুতে কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকে নজর রয়েছে দেশের ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!