এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পাখির চোখ মতুয়া ভোট, ফের রাজ্যে আসছেন অমিত শাহ! জেনে নিন

পাখির চোখ মতুয়া ভোট, ফের রাজ্যে আসছেন অমিত শাহ! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাংলায় আসার প্রবণতা বাড়ছে বিজেপির কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতাদের। ইতিমধ্যেই জেপি নাড্ডা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফর করেছেন। আর এবার মতুয়া ভোটকে পাখির চোখ করে রাজ্যে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, আগামী 11 ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে সভা করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। শুধু তাই নয়, বিজেপির পক্ষ থেকে যে রথযাত্রা কর্মসূচি শুরু হয়েছে, উত্তরবঙ্গ থেকে সেই রথযাত্রা কর্মসূচির সূচনা করার কথাও রয়েছে বিজেপির সর্বভারতীয় চাণক্যের। স্বাভাবিক ভাবেই অমিত শাহের এই বঙ্গ সফর নিয়ে এখন ক্রমাগত জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে আরও বাড়িয়ে দেবেন, তা বলাই যায়।

জানা গেছে, আগামী 11 ফেব্রুয়ারি প্রথমে উত্তরবঙ্গ থেকে রথযাত্রার সূচনা করবেন অমিত শাহ। তার পরেই তিনি যাবেন ঠাকুরনগরের জনসভায়। বর্তমানে মতুয়া ভোট নিয়ে কিছুটা হলেও চিন্তায় রয়েছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনে এই ভোট যাতে তাদের দিকেই থাকে, তার জন্য চেষ্টা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে সেই মতুয়াদের মন পাওয়ার জন্যই অমিত শাহ ঠাকুরনগরে এই সভা করতে আসছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেননা কিছুদিন আগেই নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে দলের মধ্যে তৈরি হয়েছিল সমস্যা। যেখানে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল। যার ফলে তার দলবলের জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে আর। এই পরিস্থিতিতে গত 30 জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহের সভা করার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। তবে এবার সেই ঠাকুরনগরে সভা করতে রাজ্যে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন ঠাকুরনগরে অমিত শাহের এই সভার কথা জানিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই চাইছে না, রাজ্যের সংগঠন আলগা হয়ে পড়ুক। তাই নির্বাচনের আগে মোদি থেকে শুরু করে শাহ সকলেই ঘনঘন বাংলায় এসে বিজেপির ঝড় তুলতে চাইছেন। এক্ষেত্রে কিছুদিন আগেই মতুয়া ভোট নিয়ে বিজেপির অন্দরে তৈরি হয়েছিল সংশয়। তাই এবার সেই মতুয়া ভোট যাতে তাদের দখলেই থাকে, তা নিশ্চিত করতে রাজ্যে পা রাখতে চলেছে অমিত শাহ।

শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি অভূতপূর্ব ফলাফল করেছিল। তাই সেই ফলাফল যাতে অব্যাহত থাকে আগামী বিধানসভায়, সেই কারণে উত্তরবঙ্গের রথযাত্রার কর্মসূচির সূচনা পর্বে অংশ নিয়ে সেখানকার কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে চাইছেন দলের সর্বভারতীয় চাণক্য। স্বাভাবিকভাবেই অমিত শাহের রাজ্যে আসার খবর পেয়ে দলের কর্মী সমর্থকরা যে এখন অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন, তা বলাই যায়। শেষ পর্যন্ত আগামী 11 ফেব্রুয়ারি অমিত শাহ বাংলায় পা রাখেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!