হঠাৎ গুরুতর অসুস্থ হলেন দিলীপ ঘোষ বিশেষ খবর রাজ্য January 22, 2018 রবিবার সন্ধেয় নিজ নির্বাচনী কেন্দ্র খড়্গপুরে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোমরের নীচ থেকে পায়ের অংশ অবশ হয়ে যায় তাঁর।সঙ্গে সঙ্গে তার কাছে ডাক্তার নেতা সুভাষ সরকার অন্য ডাক্তার পাঠান।প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে সাইটিকা থেকেই দিলীপবাবুর এই সমস্যা হয়েছে।তবু আজ সকালেই তাঁকে খড়্গপুর থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। জানা গেছে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।সেখানেই তার চিকিৎসা হবে.কি কারণে এইরকম অসুস্থ হয়ে পড়লেন তিনি তাও খাটিয়ে দেখা হবে বলে জানা গেছে। তবে এই অসুস্থতার জন্য রাজ্য সভাপতির নানা কর্মসূচি থাকলেও তা বাতিল করা হয়েছে বিজেপির তরফ থেকে। জানা গেছে যতদিন না তিনি পুরোপুরি সুস্থ হচ্ছেন ততদিন রাজ্য সভাপতির সমস্ত কর্মসূচি স্থগিত রাখা হবে। আপনার মতামত জানান -