ওড়িশাতে গেরুয়া ঝড়, বিজেডির হাত থেকে বিজেপি ছিনিয়ে নিল গুরুত্ত্বপূর্ন পুরসভা জাতীয় বিশেষ খবর January 22, 2018 ২০১৯ লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির এখন পাখির চোখ পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, যেখানে সেভাবে এখনও বিজেপির সংঠন মজবুত নয়। এর মধ্যে বিশেষ নজর ওড়িশা ও পশ্চিমবঙ্গে। আর এবার ওড়িশার পুরনির্বাচনে উঠল গেরুয়া ঝড়। ওড়িশার শাসকদল বিজু জনতা দলের হাতে থাকা গুরুত্ত্বপূর্ন পুরী পৌরসভা ছিনিয়ে নিল গেরুয়া শিবির। গতকাল পুরী পুরসভার ফলাফল প্রকাশ হতে দেখা যায় ১১ টি আসনের মধ্যে ৬ টিই বিজেপির দখলে, অন্যদিকে বিজেডি পেয়েছে ৪ টি আসন এবং অন্যান্যরা পেয়েছে ১ টি আসন। পুরী বিজেপির জেলা সভাপতি প্রভঞ্জন মহাপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনে রাজ্যজুড়ে বিজেপি দুর্দান্ত ফল করতে চলেছে, এই ফল তারই ইঙ্গিত। আপনার মতামত জানান -