এখন পড়ছেন
হোম > রাজ্য > উলটপুরাণ জঙ্গলমহলের ভোটে ধরাশায়ী শাসকদল.বিপুল ভোট জয়ী বিজেপি

উলটপুরাণ জঙ্গলমহলের ভোটে ধরাশায়ী শাসকদল.বিপুল ভোট জয়ী বিজেপি


এদিন পুরুলিয়ার বান্দোয়ানের চিরুডি পঞ্চায়েতের সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় আর সেখানেই জয়ী হয়েছে বিজেপি।আর এখানে তৃণমূল একটি আসনও পায়নি। মোট ৯ টি আসনের মধ্যে ৭ টি পেয়েছে বিজেপি আর ২ টি পেয়েছে সিপিআইএম।জানা গেছে ১১ টি গ্রামের ২৮২ জন সদস্য নিয়ে এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি।আর রবিবার ভোট দিয়েছেন ২৬৭ জন সদস্য। যদিও বিজেপির এই জয়কে তেমন গুরুত্ত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলের পুরুলিয়া জেলার সহসভাপতি রবীন্দ্রনাথ মাহাতো বলছেন অনেক সমবায়ে আগে সিপিএম-এর আধিপত্য ছিল। এখন সিপিএম থেকে অনেকেই বিজেপিতে চলে গিয়েছেন।তাছাড়া এটা কোনও জয়ই নয়। বিজেপি ও সিপিআইএম এর গোপন আঁতাত হয়েছে যার ফলে বিজেপি জিতেছে। নৈতিকভাবে এটা তৃণমূলেরই জয়।অন্যদিকে বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মাঝি বলেছেন, তৃণমূলের ব্যাপারে সাধারণ মানুষের মোহভঙ্গ হয়েছে।তাই বিজেপিকেই মানুষ বেছেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!