পঞ্চায়েত ভোটে কি ফের হতে পারে জোট ,সূর্যকান্তের মন্তব্যে জল্পনা রাজ্য December 5, 2017 সবং উপনির্বাচনে নিজেদের মনমতো প্রার্থী দিয়েছেন সিপিআইএম কংগ্রেস দুই দলই.যদিও কংগ্রেস চেয়েছিলো যে এখানে জোট হোক কেননা জোট প্রার্থী মানাস ভূঁইয়াই জিতেছিল বিধানসভা ভোটে। কিন্তু সিপিআইএম জোট না মেনে নিজেদের প্রার্থী ঘোষণা করেন। এর ফলে নানা কটাক্ষও শুনতে হয়েছে। যখন জোট প্রায় ভেঙেই গেছে তখন নতুন করে জোট নিয়ে ইঙ্গিত দিয়ে জল্পনা বাড়ালেন সূর্যকান্ত মিশ্র।এদিন তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন , পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই সর্বশক্তি দিয়ে প্রস্তুতি নিতে হবে। যেখানে আমাদের তেমন শক্তি নেই সেখানে তৃণমূল বিজেপিকে যে হারাতে পারবে তাকেই ভোট দিতে হবে।যা ঘিরে শুরু নতুন করে জল্পনা কেননা এর মাধ্যমে কংগ্রেসকেই আবার বার্তা পাঠালেন সূর্যকান্ত বলে মনে করছেন রাজনৈতিকমহল।অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস হাইকমান্ড সোনিয়া গান্ধীর সখ্যতা বেড়েছে। যা ২০১৯ লোকসভা ভোটে জোটের দিকেই ইঙ্গিত করছে। প্রশ্ন উঠছে তাই কি সূর্যকান্ত বাবু হাত ধরতে হাতের দিকে আগে ভাগেই হাত বাড়িয়ে রাখলেন। আপনার মতামত জানান -