এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাময়িক স্বস্তি পেলেও সামনে বিরাট বিপদ, মমতার ঘুম ওড়ালেন শুভেন্দু!

সাময়িক স্বস্তি পেলেও সামনে বিরাট বিপদ, মমতার ঘুম ওড়ালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা নিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে। তবে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৬ জুলাই। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে অতিরিক্ত শূন্য পদ তৈরি করার যে অভিযোগ উঠেছিল, সেই নিয়েও সিবিআই তদন্ত করবে বলে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এই পরিস্থিতিতে এই রাজ্যের শাসক দল কিছুটা নিশ্চিন্ত হয়েছে। তবে সামনে যে বিরাট বিপদ আসতে চলেছে, সেই ব্যাপারে তৃণমূল এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “2022 সালের 5 মে রাজ্য মন্ত্রিসভা যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, তার বিচার হবে। মাফলার গেছে জেলে হাওয়াই চটিও যাবে জেলে। কটা দিন সময় পেয়েছেন। এসি ঘরে থাকুন, আর হেলিকপ্টার নিয়ে ঘুরুন।” অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ পেলেও সামনে কিন্তু আসতে চলেছে বড় বিপদ। দেশের শীর্ষ আদালতের নির্দেশে তৃণমূল যদি খুশিতে ডগমগ হয়ে যায়, তাহলে তারা ভুল করছে। অতিরিক্ত শূন্য পদ তৈরি করা নিয়ে আগামী দিনে অনেক বড় বিপদ আসতে পারে এই রাজ্যের শাসক দলের জন্য। শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!