এখন পড়ছেন
হোম > জাতীয় > রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার কারণেই এই পদক্ষেপ, বিজেপিকে কটাক্ষ মমতার!

রাষ্ট্রপতি নির্বাচনে হেরে যাওয়ার কারণেই এই পদক্ষেপ, বিজেপিকে কটাক্ষ মমতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে মহারাষ্ট্রে ব্যাপক সংকট তৈরি হয়েছে। উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী থাকা নিয়ে নয়া প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে এবার মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিজেপিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি অনেকটাই পিছিয়ে আছে। তাই এই সময় সিবিআই দিয়ে নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন আছে। ওরা এক লাখ ভোটে পিছিয়ে আছে। তাই তারা এই সময়কে বেছে নিলেন। সিবিআই কেসে সবাইকে অ্যারেস্ট করছে। টাকার কোনো লিমিটেশন নেই। এটা কি কোনো দুর্নীতি নয়!” স্বভাবতই এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অন্য সমীকরণ সামনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!