এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি ভাঙাতে আসা রঞ্জন শীলশর্মা কি এবার নিজেই বিজেপিতে যোগ দেবেন?

বিজেপি ভাঙাতে আসা রঞ্জন শীলশর্মা কি এবার নিজেই বিজেপিতে যোগ দেবেন?

মুকুল রায় বিজেপিতে যোগদানের তাঁর প্রথম উত্তরবঙ্গ সফরের সময় তাঁর হাতে ধরে উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ শিখা চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করেন। সম্প্রতি আবারো উত্তরবঙ্গ সফরে গেছেন বিজেপি নেতা মুকুল রায়, আর তখনই জল্পনা ছড়ায় মুকুল রায়কে বড়সড় ‘ধাক্কা’ দিতে শিখাদেবীকে আবার তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিতে মরিয়া শীর্ষনেতৃত্ত্ব। আর এই ব্যাপারে দলের তরফে দায়িত্ত্ব দেওয়া হয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রঞ্জন শীলশর্মাকে। এই প্রসঙ্গে মুকুল রায়কে প্রশ্ন করা হলে, তিনি স্পস্ট জানিয়ে দেন, শিখা চট্টোপাধ্যায়ের রাজনৈতিক প্রাজ্ঞতার উপর তাঁর পূর্ণ আস্থা আছে, শিখাদেবী তৃণমূলে ফিরে তো যাবেনই না, উল্টে না রঞ্জনবাবুই বিজেপিতে যোগদান করেন!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর এরপরেই জল্পনা তীব্র আকার ধারণ করতে থাকে, বিশেষ করে রঞ্জনবাবু যখন নিজের দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের মন্ত্রী তথা দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি গৌতম দেব ও শিলিগুড়ি পৌরনিগমের বিরোধী দলনেতা তৃণমূলের রঞ্জন সরকারের বিরুদ্ধে বিস্ফোরকভাবে মুখ খোলেন। একটি মহল থেকে জল্পনা ছড়ায়, রঞ্জনবাবু শুধু বিজেপিতে যোগই দিচ্ছেন না, বিজেপি তাঁকে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও করতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে মুখ খোলেন স্বয়ং রঞ্জন শীলশর্মা। তিনি জানান, তৃণমূলেই আছি আমি, জীবনের শেষ দিন পর্যন্ত থাকব। পশ্চিমবঙ্গে বিজেপির আসার কোনও সম্ভাবনা নেই। তবে যদি আসে তবে দেখবেন আমার সতীর্থরাই আগে পদ্মফুলে ভিড়েছেন। তবে রঞ্জনবাবু নিজের মুখে এই কথা বলার পরেও এই নিয়ে গুঞ্জন থামছে না। অনেকেই বলছেন, ইদানিং তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেলেই – হঠাৎ করে নিজেদের ‘ভুল’ বুঝতে পেরে তৃণমূলে ফিরে আসছেন বা আসতে ‘বাধ্য’ হচ্ছেন। তাই এটা আপাতত রঞ্জনবাবুর সাবধানী পদক্ষেপ, সঠিক সময়েই ‘সঠিক’ সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি সত্যিই আজীবন তৃণমূল কংগ্রেসে থাকেন নাকি পরবর্তী বিধানসভার পদ্মফুল প্রতীকে গৌতমবাবুর বিরুদ্ধে লড়াই করেন – সেই উত্তর আপাতত ভবিষ্যতের গর্ভে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!