এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের তরফেও দিলীপ ঘোষের বিরুদ্ধে পাল্টা দেওয়া শুরু, ফের মাঠে নামলেন বিজেপি সংসদ

তৃণমূলের তরফেও দিলীপ ঘোষের বিরুদ্ধে পাল্টা দেওয়া শুরু, ফের মাঠে নামলেন বিজেপি সংসদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারের আগে তৃণমূল আর বিজেপির মধ্যে কটাক্ষের পাল্টা ঘাত প্রতিঘাতের কথা প্রায়ই খবরের শিরোনামে উঠে আসতে দেখা গেছে। সেখানে এতদিন তৃণমূলের বিরুদ্ধে একচেটিয়া মন্তব্য করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। কিন্তু বিজেপিকেও পাল্টা জবাব দিতে এতদিন তৃণমূল বিলম্ব করেছে বলেও মন্তব্য করেছিলেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় চা চক্রে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তবে এবারে তৃণমূলের তরফেও দিলীপ ঘোষের বিরুদ্ধে কাউন্টার দেওয়ার পালা শুরু হয়েছে বলে জানা গেছে। এর আগে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও দিলীপ ঘোষকে পাগল বলে কটাক্ষ করেছিলেন বলে জানা গেছে।

কিন্ত বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের তরফে সেই আক্রমণ ছিলো বিক্ষিপ্ত। কারণ তাঁদের মতে, দিলীপ ঘোষ যেখানে নিয়ম করে প্রতিদিনই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতেন, সেখানে তৃণমূলের নেতারা সেভাবে পালটা দিতে পারতেন না। আর সরকারের এই নীতি এবার পাল্টানোর সময় এসে গেছে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে বীরভূমের সিউড়িতে সফরে গিয়ে চা চক্রে অংশ নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, রাজ্যের সবথেকে উপদ্রুত জেলা হল বীরভূম। যেখানে পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা পাওয়া যায় বলেও জানান তিনি। শুধু তাই নয়, পার্টির নেতারা বাথরুমের মধ্যে বস্তায় করে বোমা রেখে দেয়, সারা জেলা থেকে বোমা আর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেছিলেন এই রাজ্যে একটাই কারখানা চলে, আর তা হল বোমা কারখানা। তাঁর কথায়, সারা জেলায় বোমা আর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলেই জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে জেলা থেকে জঙ্গি ধরা পড়া নিয়ে কাশ্মীরে এতো জঙ্গি ধরা পড়ে না বলেও কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাঁকে।

তিনি জানিয়েছিলেন, রাজ্যের সব জায়গায় জঙ্গিরা জাল পেতে রেখেছে। পশ্চিমবঙ্গ আদপে দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, এই রাজ্যকে জঙ্গিঘাটি ছাড়া আর কিছুই বলা যায় না। আর দিলীপ ঘোষের এই আক্রমণের পরেই পালটা জবাব দিতে ময়দানে নামতে দেখা গেছে তৃণমূলকে।

তৃণমূলের তরফে এরপর ময়দানে নামতে দেখা গেছে সাংসদ সৌগত রায়কে। তিনি এরপর দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন যে, এই ধরনের পাগলের মতো মন্তব্যের কি জবাব দেবেন, তাঁর জানা নেই। তবে দিলীপ ঘোষের যদি পছন্দ হয়, তাহলে কাশ্মীরে গিয়েও থাকতে পারেন বলেই মনে করেছেন তিনি।

সেইসময় তাঁকে দিলীপ ঘোষকে কঙ্কনা রাওয়াতের সঙ্গেও তুলনা করতেও দেখা গিয়েছিল। তিনি বলেছিলেন, কঙ্কনা রাওয়াতের সঙ্গে নাকি দিলীপ ঘোষের মন্তব্য এক হয়ে যাচ্ছে। কারণ কঙ্কনা রাওয়াত সেইসময় মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর হয়ে গিয়েছে বলে কটাক্ষ করেছিলেন।

যদিও এতদিন পর তৃণমূলের সরব হওয়ায় রাজনৈতিক মহল মনে করছে যে, গত কয়েকদিন আগে বিজেপি সাংসদ অর্জুন সিং সৌগত রায় বিজেপিতে আসার জন্য লাইনে রয়েছেন বলে মন্তব্য করেন। আর যার পালটা জবাব সঙ্গে সঙ্গেই দিয়েছিলেন সৌগত রায়। আর তারপর থেকে দলে যাতে তাঁর দিকে কোনও প্রশ্ন উঠতে না পারে, তারজন্যই সম্ভবত তিনি পালটা জবাব দিয়েছেন বলেই মনে করেছেন কেউ কেউ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!