এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দীপাবলীর পরই ঘোষিত হতে পারে পুরভোটের নির্ঘণ্ট, নির্বাচন কমিশনের বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা

দীপাবলীর পরই ঘোষিত হতে পারে পুরভোটের নির্ঘণ্ট, নির্বাচন কমিশনের বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তিনটি কেন্দ্রের উপনির্বাচন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে, নির্বাচনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে। আর চলতি সপ্তাহের শেষেই রাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, দ্রুত হতে চলেছে যার ফল ঘোষণা। আর এর মধ্যেই আবার নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, কালীপুজো, ছট পুজোর পরেই পুরনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। এই বছরের শেষেই হবে পুরভোট।

জানা যাচ্ছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই কলকাতা, হাওড়া ও বিধান নগরে হতে চলেছে পুরভোট। বড়দিনের আগেই এই তিনটি কেন্দ্রে পুর ভোটের আয়োজন করা হবে, এমনটাই জানা যাচ্ছে বিশেষ সূত্রে। তবে রাজ্যের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি। এ বিষয়ে নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো রকম বক্তব্য রাখা হয়নি বা কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তবে, জানা যাচ্ছে বড়দিনের আগেই এই তিনটি কেন্দ্রে যেমন পুর নির্বাচন অনুষ্ঠিত হবে, তেমনি আগামী বছরের শুরুতেই রাজ্যের সমস্ত কেন্দ্রে অনুষ্ঠিত হবে পুরভোট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এখন থেকেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের নির্বাচন কমিশন। ছট পুজো মিটে গেলেই হাওড়া, কলকাতা, বিধান নগরের পুর ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, গত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুরভোটের প্রস্তুতি শুরু করেছিল নির্বাচন কমিশন। এরপর করোনা সংক্রমনের কারণে সমস্ত কিছু আটকে যায়। পুরভোট পিছিয়ে দেয়া হয়। কিন্তু আসন পুনর্বিন্যাস সহ সমস্ত রকম প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে নিতে পেরেছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যাচ্ছে এবারে তাই এ কাজে খুব বেশি কষ্ট করতে হবে না নির্বাচন কমিশনকে।

প্রসঙ্গত, রাজ্যে বারবার দ্রুত পুরভোটের দাবি করা হয়েছে বিজেপি সহ একাধিক বিরোধী দলের পক্ষ থেকে। তবে, করোনা সংক্রমনের কারণ দেখিয়ে পুরভোট দীর্ঘদিন পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি রাজ্যে। পুর প্রশাসক বসিয়ে কাজ চালানোর চেষ্টা হয়েছে পুরসভা ও কর্পোরেশন গুলিতে। এই অবস্থায় নির্বাচন কমিশনের এই উদ্যোগ যথেষ্ট আশাব্যঞ্জক বলেই, অভিজ্ঞ মহলের দাবি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!