এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মঙ্গলেই কি বড় পদক্ষেপ ! মমতার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলায় এই হেভিওয়েট !

মঙ্গলেই কি বড় পদক্ষেপ ! মমতার সঙ্গে সাক্ষাৎ করতে বাংলায় এই হেভিওয়েট !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আগামী লোকসভা নির্বাচনের আগে গোটা দেশজুড়ে বিজেপি বিরোধী সমস্ত দলকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার ডাকে সাড়া দিয়ে কতগুলো বিরোধী দল এক হবে, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। আর এই পরিস্থিতিতে এবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে পশ্চিমবঙ্গে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যেখানে আইএএস অফিসারদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছে, তা নিয়ে মতামত নিতেই দিল্লির মুখ্যমন্ত্রীর এই বাংলা সফর বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করতেই তার এই পশ্চিমবঙ্গ সফর। ইতিমধ্যেই নীতিশ কুমারের সঙ্গে আলোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইএএস অফিসারদের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করবেন তিনি। বিশেষজ্ঞদের মতে, অরবিন্দ কেজরিওয়ালের এই বঙ্গ সফরকে যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আগামী দিনে বিজেপি বিরোধী জোট শক্তিশালী হতে পারে। বারবার তৃণমূল নেত্রী দাবি করেছেন, যে দল যেখানে বেশি শক্তিশালী, তারা বিজেপির বিরুদ্ধে সেখানে লড়াই দিক।

ইতিমধ্যেই কর্নাটকে বিজেপির বিরুদ্ধে লড়াই দিয়ে জয় পেয়েছে কংগ্রেস। সেদিক থেকে অন্যান্য বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলো আগামী লোকসভা নির্বাচনে আদৌ কতটা দাগ কাটতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই এই পরিস্থিতিতে অরবিন্দ কেজরিওয়ালের বঙ্গ সফরে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে এই বিষয়টি বোঝাতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আঞ্চলিক দলগুলোর মধ্যে আগামী দিনে বিজেপি বিরোধী জোট তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!