এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্রমশই জোরাল হচ্ছে রাজভবন-নবান্ন সংঘাত। আজ ফের মুখ্যমন্ত্রীকে টুইটে বিঁধলেন রাজ্যপাল

ক্রমশই জোরাল হচ্ছে রাজভবন-নবান্ন সংঘাত। আজ ফের মুখ্যমন্ত্রীকে টুইটে বিঁধলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের অম্ল-মধুর সম্পর্ক রয়েছে। ইতিপূর্বে বহুবার রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর প্রবল সমালোচনা করেছেন রাজ্যপাল। রাজ্যসরকারও থেমে থাকেনি, তারাও করেছেন তার প্রত্যুত্বর। কখনো চলেছে দুপক্ষের পারস্পরিক টুইট যুদ্ধ, কখনো বা পত্র যুদ্ধ। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সংঘাত বৃদ্ধি পেয়েছে পুরোমাত্রায়।

প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্বভার গ্রহণের পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ এনেছেন রাজ্যপাল। কখনো তিনি রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে নিয়ে সরব হয়েছেন। কখনো বা রাজ্যের শিক্ষাক্ষেত্র নিয়ে সরব হয়েছেন। কখনো সরব হয়েছেন রাজ্যের আইনশৃঙ্খলা বা পুলিশ ব্যবস্থা নিয়ে। আজ রবিবার আবার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক বিশেষ টুইট হলেন রাজ্যপাল জগদীপ ধনকর। যে টুইটে তিনি অভিযোগ করলেন যে, গনতন্ত্র ভুলুন্ঠিত পশ্চিমবঙ্গে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রবিবারের এই টুইটে রাজভবন থেকে রাজ্যপাল লিখেছেন যে, রাজ্যে মানবধিকার হরণ করে, তার টুটি টিপে ধরে রেখেছে রাজ্য সরকার। তবে এভাবে রাজ্যের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করা যাবেনা বলে তিনি প্রতিবাদ জানান। প্রসঙ্গত, অল্প কিছুদিন আগেই রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকারকে একাধিক বিষয় নিয়ে অভিযুক্ত করে টুইট করেছিলেন। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন অনিয়ম নিয়ে যেমন তিনি সরব হয়েছিলেন। তেমনি তিনি প্রশ্ন তুলেছিলেন, রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে। রাজ্য পুলিশের ডিজিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্যও করেছিলেন রাজ্যপাল।

এরপর রাজ্যপালের বক্তব্যের পাল্টা জবাব হিসেবে রাজ্যপালকে একটি চিঠি লিখে রাজভবনে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়েছিলেন যে, রাজ্যপাল নিজের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। মুখ্যমন্ত্রীর এই চিঠি পাওয়ার পর এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন রাজ্যপাল। এই সাংবাদিক বৈঠকে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবিধানিক দায়িত্ব পালন না করার অভিযোগ করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রীকে নিজের সাংবিধানিক দায়িত্ব বিষয়ে পাঠদান করাবার ইচ্ছাও প্রকাশ করেছিলেন রাজ্যপাল। রাজ্যপাল ও রাজ সরকারের সংঘাত দিনে দিনে বেড়েই চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!