এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে আর বেকারত্ব থাকবে না,হবে বহু কর্মসংস্থান দাবি মোদীর মন্ত্রীর

দেশে আর বেকারত্ব থাকবে না,হবে বহু কর্মসংস্থান দাবি মোদীর মন্ত্রীর

আচ্ছে দিন ও বেকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি।কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতির কিছুই পূরন করেননি মোদী সরকার,এই অভিযোগ বারে বারে করে আসছিল বিরোধী দলগুলো।এবারে তাদের সেই অভিযোগে জল ঢেলে দেশে বিপুল কর্মসংস্থানের আশ্বাসবানী শোনালেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সূত্রে খবর,একটি দৈনন্দিন সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই কেন্দ্রীয় মন্ত্রী জানান,”প্রযুক্তি দুনিয়ায় দক্ষতার প্রয়োজন।আইটি মন্ত্রক ইতিমধ্যেই বিভিন্ন দফতরের সঙ্গে কাজও শুরু করেছে।যাদের মধ্যে অন্যতম হল নীতি আয়োগ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্র মারফত জানা গেছে,ইতিমধ্যেই এরসঙ্গে যুক্ত হয়েছে সফটওয়ার সংস্থা নাসকম।কয়েকটি কমিটিও গঠন করা হয়েছে পুরো বিষয়টি দেখভালের জন্যে।অফিসিয়াল ইনটেলিজেন্সকে সরকারী উন্নয়নের জন্য ব্যবহার করে নীতি আয়োগের মত সংস্থার সঙ্গে কাজ চলছে।

এ নিয়ে রবিশঙ্কর প্রসাদ আরও বলেন,”এই বিভাগগুলিতে আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছেন।নাসকম কাজ করছে,তবে আরও প্রচেষ্টার প্রয়োজন।” প্রযুক্তি দুনিয়ায় মানুষকে আরও এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সাথে সাথে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রীর আরও সংযোজন,বর্তমানে 38.8 লক্ষ মানুষ আইটি দুনিয়াতে কাজ করেন।পরোক্ষভাবে যুক্ত 1,3 কোটি কর্মী।

ওয়াকিবহাল মহলের মতে,একটি নতুন প্রযুক্তির যখন উদ্ভব হয়,তখন সে সঙ্গে নিয়ে আসে দক্ষতা।যার ফলে এই কর্মসংস্থানের সুযোগের পথ অনেকটাই প্রশস্ত হবে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!