এখন পড়ছেন
হোম > জাতীয় > পুরুলিয়ায় কুৎসা প্রচারের জন্য দল মানহানির মামলা করবে,প্রশাসনও ব্যবস্থা নেবে:শিক্ষামন্ত্রী

পুরুলিয়ায় কুৎসা প্রচারের জন্য দল মানহানির মামলা করবে,প্রশাসনও ব্যবস্থা নেবে:শিক্ষামন্ত্রী

সম্প্রতি পুরুলিয়ায় নিহত হয়েছেন এক বিজেপি কর্মী।প্রথমে সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো পরে দাভাগ্রামের দুলাল কুমার নামে এই দুই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা।জানা যায়,এই দুজনেই এলাকার বিজেপি কর্মী বলে পরিচিত। তবে এই মৃত্যু আত্মহত্যা নাকি রাজনৈতিক খুন তানিয়ে চরম ধন্দে সকলে ।  তবে রবিবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃনমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এই মৃত্যুর পেজনে তৃনমূলের হাত রয়েছে বলে যারা কুৎসা করছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুশিয়ারি দেন তিনি।এদিন পার্থবাবু বলেন,”শুধু দলের পক্ষ থেকে নয়,এবার সরকারের পক্ষ থেকেও কুৎসাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শিক্ষামন্ত্রী এদিনের সাংবাদিক বেঠক থেকে বিজেপিকে তুলোধোনা করে বলেন,”বিজেপির আসমুদ্র হিমাচলের নেতারা কুৎসা করতে আসছেন।কোনওভাবেই কুৎসা করে আসর জমানো যাচ্ছে না।হয়ত এবার ওরা চাঁদ থেকেও লোক আনতে পারে।মাও-ঝাও এর জোট করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের ভাবমূর্তিকে কোনোভাবেই কলঙ্কিত করা যাবে না।” এদিকে তৃনমূলের বিরুদ্ধে তাদের কর্মী খুনের অভিযোগ এনে আসরে নেমেছে বিজেপিও। বিজেপির পক্ষ থেকে লকেট চট্টোপাধ্যায় মৃত দুলাল কুমারের বাড়িতে গিয়ে দেখা করে পরিবারে পাশে থাকার আশ্বাস দেন। সেখানে তিনি এ ব্যপারে তৃনমূলকেই দায়ী করেন। এই প্রসঙ্গে পাল্টা পার্থবাবু বলেন,”বিজেপির অভিযোগ ভিত্তিহীন।তৃনমূল হিংসার রাজনীতিকে কখনই প্রশয় দেয় না।”তৃনমূল যে সিআইডির তদন্তের প্রতি আস্থাশীল তাও এদিন স্পষ্ট করে দেন তৃনমূলের মহাসচিব।উল্লেখ্য,এদিন বিজেপি সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তিরের দাবিতে 12 ঘন্টার বনধ ও ডাকে। সব মিলিয়ে রাজ্যে শাসক বিরোধীদের এই মৃত্যু নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!