এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ফের প্রার্থী ঘোষনা করল সংযুক্ত মোর্চা, জেনে নিন

ফের প্রার্থী ঘোষনা করল সংযুক্ত মোর্চা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনকে কেন্দ্র করে হু হু করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাস। যার ফলে নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি, এমনকি প্রার্থীরাও করোনা ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছেন। শুধু তাই নয়, আতঙ্ক বাড়িয়ে করোনা ভাইরাস প্রান কেড়ে নিয়েছে দুই হেভিওয়েট প্রার্থীর। মুর্শিদাবাদের দুই বিধানসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেসের দুই প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। স্বাভাবিক ভাবে এই পরিস্থিতিতে দুই কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কাকে প্রার্থী করা হয়, সেদিকেই নজর ছিল সকলের। অবশেষে মুর্শিদাবাদে দুই বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থীর নাম ঘোষনা করল সংযুক্ত মোর্চা।

সূত্রের খবর, সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৃত রেজাউল হকের স্ত্রী রকেয়া খাতুন। অন্যদিকে জঙ্গিপুর আসনে সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করবেন আরএসপি পার্টি জানে আলম। মূলত এই দুই কেন্দ্রে কংগ্রেস এবং আরএসপির প্রার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে আহত হয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই মাথায় হাত পড়ে গিয়েছিল সংযুক্ত মোর্চার নেতা কর্মীদের মধ্যে। সামনে নির্বাচন। তাই নির্বাচনের মুখে দুই প্রার্থীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা রীতিমত চাঞ্চল্যের পরিস্থিতি সৃষ্টি করে। অবশেষে এই দুই কেন্দ্রে লড়াই দিতে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে কাকে প্রার্থী করা হয়, তার দিকে নজর ছিল সকলের। অবশেষে এই দুই কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করে দিল সংযুক্ত মোর্চা।

বিশ্লেষকরা বলছেন, এবারের লড়াই মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হচ্ছে। কিন্তু তার মাঝেও বাম, কংগ্রেস এবং আইএসএফের পক্ষ থেকে জোর করে সংযুক্ত মোর্চার মধ্যে দিয়ে লড়াই করার বার্তা দেওয়া হয়েছে। তবে নির্বাচনী লড়াইয়ে নামার আগেই যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ জেলার বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যু হয়েছে, তাতে রীতিমত হতাশা তৈরি হয়েছিল বাম এবং কংগ্রেস শিবিরে।

কিন্তু সেই সময় কাটার কিছুদিনের মধ্যেই আজ আবার এই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল সংযুক্ত মোর্চা। অর্থাৎ শেষ মুহূর্তে আবার প্রার্থী ঘোষণা করে কার্যত তৃণমূল এবং বিজেপির দুই পক্ষের সঙ্গে লড়াইয়ের বার্তা দিয়ে দিল বাম এবং কংগ্রেস বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!