এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্য সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সব প্রমাণ আমার কাছে আছে: মুকুল রায়

রাজ্য সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সব প্রমাণ আমার কাছে আছে: মুকুল রায়


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস যতই বলুক মুকুল রায়কে নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই, কিন্তু এখনো কাজে না হোক কথায় যে তিনি ক্রমশ তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে যাচ্ছেন তা আবার প্রমান করে দিলেন। তৃণমূলের একসময়ের অঘোষিত দুনম্বর নেতা যে দলের সবকিছু হাতের তালুর মত চেনেন, তাই দিয়েই শাসকদলকে পঞ্চায়েতের আগে কুপোকাত করতে বাক্যবাণ শুরু করে দিয়েছেন। গতকাল পঞ্চায়েতের রণকৌশলে উত্তরবঙ্গ সফরের মাঝেই নিজের স্বভাবোচিত ঢঙে তৃণমূলকে ফের তীব্র আক্রমণ করেন তিনি।

গতকাল মালদহের এক কর্মী সভায় বিজেপি নেতা মুকুল রায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “এখানে মোয়াজ্জেম যদি ডানদিকে যায়, তো সাবিত্রী মিত্র বাম দিক দিয়ে যায়। সার্কাস পার্টির থেকেও খারাপ অবস্থা হয়ে গিয়েছে তৃণমূল।” এদিন তিনি আরো বলেন, “যেদিন সভা করার জন্য মাইক পাব, সেদিন সব সামনে আনব। এই সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। তার সমস্ত প্রমাণ আমার কাছে রয়েছে। আমি প্রমাণ ছাড়া একটা কথাও বলছি না।” সূত্রের খবর এদিন এই সভায় কালিয়াচক ১ নং ও ২ নং এবং বামঙ্গলার প্রায় ৩০০ জন অন্যান্য দল ছেড়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। যদিও মুকুল রায়কে বিশ্বাসঘাতক বলে এর পাল্টা উত্তর দিয়েছে ঘাসফুল শিবিরের স্থানীয় নেতৃত্ত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!