এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদেশ থেকে যত খুশি টাকা চাঁদা নিতে পারবে রাজনৈতিক দলগুলি

বিদেশ থেকে যত খুশি টাকা চাঁদা নিতে পারবে রাজনৈতিক দলগুলি

বিদেশি সংস্থা থেকে বেআইনি চাঁদা নিলে শাস্তি হবে না কোনো রাজনৈতিক দলের। এদিন লোকসভায় বিনা আলোচনায় এই সংক্রান্ত আইনের সংশোধনী পাশ করালো মোদি সরকার। এর সাথে পাশ করানো হয় পেমেন্ট অফ গ্রাচুইটি বিলটিও। কর্মীদের গ্রাচুইটির উর্ধসিমা ২০ লক্ষ টাকা পর্যন্ত কর বিহীন করার উদ্দেশ্যেই এই বিল পাশ করানো হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ‘এসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে বেআইনিভাবে বিদেশি সংস্থা থেকে চাঁদা আদায়ের মামলা করে দিল্লি হাইকোর্টে। বিষয়টি খুঁটিয়ে দিল্লি হাইকোর্টের স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়। সময় দেওয়া হয় ছয় মাস। আর তার মধ্যেই পাশ হয়ে গেল এই বিল।এর আগে অবশ্য অরুন জেটলি বাজেটে চাঁদা সংক্রান্ত বিষয়ের আইনি সংশোধন করেন। জানা গেছে ১৯৭৬ সালের পর থেকে বিদেশি চাঁদা নেওয়া কোনো দলই শাস্তির অন্তর্ভুক্ত হবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!