এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাংলা নিয়ে মোদীর দ্বারস্থ শুভেন্দু, হার স্বীকার মমতার! সিঁদুরে মেঘ দেখছে রাজ্য!

বাংলা নিয়ে মোদীর দ্বারস্থ শুভেন্দু, হার স্বীকার মমতার! সিঁদুরে মেঘ দেখছে রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ রাজ্য বিধানসভায় বাংলা দিবস হিসেবে পয়লা বৈশাখ যাতে পালন করা যায়, তার জন্য প্রস্তাব নিয়ে এসেছে রাজ্য সরকার। যদিও বা তার বিরোধিতা করেছে বিজেপি। কেননা ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছে। তাই সেই দিনটিকেই যাতে পশ্চিমবঙ্গের জন্য পালন করা হয়, নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সরকার অবশ্য পয়লা বৈশাখ করার দাবিতে অনড়। কিন্তু সরকারকে কি করে টাইট দিতে হয়, তা খুব ভালো করেই জানেন শুভেন্দুবাবু। তাই বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখার মাঝে তিনি জানিয়ে দিলেন, এই বিষয় নিয়ে তিনি প্রধানমন্ত্রী দ্বারস্থ হবেন। রাজ্যের প্রস্তাব নয়, বরঞ্চ 20 জুন যাতে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়, তার জন্য চিঠি লিখবেন নরেন্দ্র মোদীকে।

প্রসঙ্গত, পয়লা বৈশাখ বাংলা দিবস পালন করার প্রস্তাবে এদিন বিধানসভায় প্রবল বিরোধিতা করে বিজেপি। বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতা বলেন, “কোনোমতেই এই প্রস্তাব মানা যায় না। পয়লা বৈশাখ দিনের সঙ্গে বাংলা দিবস পালন করার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, 20 জুন এই দিন বাংলা দিবস হিসেবে পালন করা হোক। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজভবনে পালন করা হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখব, যাতে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। আমরা রাজ্যের প্রস্তাবের চূড়ান্ত বিরোধীতা করছি।” অর্থাৎ রাজ্য নিজেদের মতো করে চাইলেই যে সবকিছু হবে না, তা বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইতিহাস এবং তার কৃতিত্বকে রাজ্য অস্বীকার করতে চাইছে। তাই পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করার চেষ্টা করছে রাজ্য। তবে তার বিরুদ্ধে যে তিনিও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন, বিধানসভার অধিবেশনেই তা সরকার পক্ষের মুখের ওপর জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

একাংশ বলছেন, বিধানসভায় হয়তো সংখ্যাগরিষ্ঠতার জোরে এই বাংলা দিবস পয়লা বৈশাখ করার ব্যাপারে প্রস্তাব পাস করে নেবে রাজ্য সরকার। কিন্তু রাজ্যপালের পক্ষ থেকে তাতে সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে যথেষ্ট সংশয় রয়েছে। এমনিতেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের চরম সংঘাত তৈরি হয়েছে। তার মধ্যে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস রাজভবনে পালন করার পর রাজ্য সরকার নিজেদের মতো করে তারিখ ঠিক করে রাজ্যপালের কাছে পাঠালেও, তাতে রাজ্যপাল সায়ে দেবে না। ইতিমধ্যেই সেই ব্যাপারে রাজ্যকে বক্তব্যের মধ্যে দিয়ে সাফ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাতে নাকি তার কিছু আসে যায় না। তিনি পয়লা বৈশাখেই বাংলা দিবস পালন করবেন।

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী যেভাবে গোটা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা বললেন, তাতে হয়তো এই বিষয়ে আবারও বিরোধী দলনেতার কাছে হেরে যেতে পারেন বাংলার প্রশাসনিক প্রধান‌‌। নিজের ইচ্ছামতো তিনি পয়লা বৈশাখ বাংলা দিবস হিসেবে পালন করতেই পারেন। তবে আইন অনুযায়ী তাতে হয়তো স্বীকৃতি পাবেন না মুখ্যমন্ত্রী। কারণ ইতিহাসকে বিকৃত করে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে অস্বীকার করতে রাজ্যের চেষ্টা মানবে না বিজেপি। আর বিজেপি সেটিং করা বিরোধী দল নয় যে, যা সরকার বলবে, তাই তারা মেনে নেবে। তাই বাংলা দিবস পালন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর যে হুঁশিয়ারি দিয়েছেন, তাতে সিঁদুরে মেঘ দেখছে রাজ্য। অন্তত তেমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!