এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্বস্তি পেলেন রাজীব কুমার, জেনে নিন

স্বস্তি পেলেন রাজীব কুমার, জেনে নিন


 

প্রবল সমস্যায় ছিলেন তিনি। কিন্তু এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। জানা গেছে, দুই 24 পরগনায় তাকে যাতে যাতায়াত করতে দেওয়া হয় সেই জন্য আবেদন জানিয়েছিলেন তিনি।

আর এবার এই ব্যাপারেই বিচারপতির মধুমতি মিত্র জানান, আবেদনকারী রাজীব কুমার সপ্তাহে অন্তত দু’দিন তার আইনজীবীর বাড়িতে যেতে পারেন এবং কখন যাবেন তা 24 ঘন্টা আগে ওই আইনজীবী সিবিআইকে জানিয়ে দেবেন। আর হাইকোর্টের এই নির্দেশেই এখন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রাজীব কুমার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, এদিন সিবিআইয়ের তলবি নোটিশ খারিজ এবং তার গতিবিধির ওপর হাইকোর্টের চাপানো বেড়ি যাতে শিথিল করা হয়, তার জন্য সেই হাইকোর্টে এসেছিলেন রাজীব কুমার। এদিন রাজ্যের তৈরি সিটের উদ্যোগে চিটফান্ড প্রতারিতদের বিচারপতি শ্যামল সেনের কমিটি 300 কোটি টাকা ফেরত দিয়েছে।

কিন্তু সিবিআই একটি পয়সাও ফেরত দিতে পারেনি বলে জানান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের আইনজীবী। আর এই পরিস্থিতিতে এদিন মামলাকারীকে দেওয়া আদালতের রক্ষাকবজের সময়সীমা দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!