এখন পড়ছেন
হোম > জাতীয় > একঝাঁক প্রতিমন্ত্রী, পুর্ণমন্ত্রীর মিশেলে তৈরী প্রধানমন্ত্রী মোদির মন্ত্রীসভা, লক্ষ্য ২৪ এর লোকসভা নির্বাচন

একঝাঁক প্রতিমন্ত্রী, পুর্ণমন্ত্রীর মিশেলে তৈরী প্রধানমন্ত্রী মোদির মন্ত্রীসভা, লক্ষ্য ২৪ এর লোকসভা নির্বাচন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2024 এর লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদী তাঁর মন্ত্রিসভার যেভাবে সম্প্রসারণ করলেন তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এবারের মন্ত্রীসভা গঠনে পারফরম্যান্স থেকে রাজনীতি হয়ে ভোটের অংক – কোন কিছুই বাদ যায়নি বলে মনে করা হচ্ছে। তবে মন্ত্রীসভায় যারা দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী কিংবা পূর্ণমন্ত্রী হিসেবে তাঁদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যারা বাদ পড়লেন, তাদের ক্ষেত্রে যে পারফরমেন্সই কথা বলছে, তা নিয়ে কোন সন্দেহ নেই। যেমন- বিগত সময়ে সার ও রসায়ন মন্ত্রী সদানন্দ গৌড়াকে এড়িয়ে করোনার টিকা সংক্রান্ত আলোচনা চালাচ্ছিলেন তাঁর দপ্তরের প্রতিমন্ত্রী মনসুখভাই মাণ্ডব্য।

সেক্ষেত্রে অনুমান করা হচ্ছিল গুজরাটের বিজেপি নেতা এবার হয়তো মন্ত্রীসভায় জায়গা পেতে পারেন। কার্যত তাই হয়েছে। অন্যদিকে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। কার্যত করোনাকালে টিকা সংক্রান্ত বিতর্ক এবং করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন সংক্রান্ত যে বিতর্ক তৈরি হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে এবার তাঁকে বিদায় নিতে হলো। অন্যদিকে মন্ত্রিসভা রদবদলে বাদ পড়েছেন রবিশঙ্কর প্রসাদ, অশ্বিনী চৌবের মতন প্রবীণ বিজেপি নেতারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রবিশঙ্কর প্রসাদের ক্ষেত্রে নতুন ডিজিট্যাল আইনে টুইটার বিবাদ যেভাবে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে, তা যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় বিজেপি সরকারকে।

যথারীতি এই কারণেই তথ্য প্রযুক্তি মন্ত্রক ছাড়তে হল তাঁকে। অন্যদিকে অশ্বিনী চৌবের মতন নেতার কাজে অনীহা এবং ভুলভাল মন্তব্য তাঁকে বিদায় জানানোর জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলার দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকেও পারফরম্যান্সের কারণে মন্ত্রীসভা থেকে এবার বাদ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বাংলা থেকেই প্রতিমন্ত্রী হয়েছেন 4 সাংসদ। একইসাথে ত্রিপুরা থেকেও আরেক বাঙালি সাংসদ প্রতিমা ভৌমিক মোদি মন্ত্রীসভায় জায়গা করে নিয়েছেন। মধ্যপ্রদেশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যে দলবদলের পুরস্কার পাবেন, সে কথা আগেই অনুমান করা হয়েছিল। সেই অনুযায়ী তিনি মন্ত্রী হলেন। মধ্যপ্রদেশ থেকে আরেকজন মন্ত্রী হয়েছেন বীরেন্দ্র কুমার বুন্দেলখন্ড।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকার একজন দক্ষ সংগঠক বলেই তিনি পরিচিত। অন্যদিকে মোদীর মন্ত্রীসভায় স্থান পেয়েছেন নতুন প্রজন্মের বিজেপি নেত্রী মিনাক্ষী লেখি। তবে স্বাস্থ্যজনিত কারণে বাদ পড়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। সে জায়গায় উত্তরাখণ্ড থেকে প্রধানমন্ত্রির মন্ত্রীসভায় জায়গা করে নিলেন প্রভাবশালী ব্রাহ্মণ নেতা অজয় ভট্ট। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে আগামী বছরের শুরুতেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। সুতরাং এই রাজ্য প্রধানমন্ত্রী মোদীর কাছে যে অত্যন্ত উল্লেখযোগ্য, তা নিঃসন্দেহে বলা যায়। উত্তরপ্রদেশেও আগামী বছরে ভোট। তাই সেখানেও উচ্চবর্ণ, অনগ্রসর এবং দলীয় রাজনীতির সঙ্গে ভারসাম্য রেখে মন্ত্রিসভা তৈরি হয়েছে। উত্তর প্রদেশ থেকে এবার মোদি মন্ত্রিসভায় এসেছেন মোট আটজন।

মন্ত্রীসভায় রদবদলে মহারাষ্ট্র থেকে এক ঝাঁক নেতা জায়গা করে নিয়েছেন। দক্ষিণের রাজ্য কর্ণাটক থেকেও এবার শোভা করন্ডলাজে প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন। এ ছাড়াও আরও বেশ কিছু কর্ণাটকীয় নেতার জায়গা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অনুমান অনুযায়ী এবার মোদি মন্ত্রীসভায় জায়গা করলেন জেডিইউয়ের রামচন্দ্রপ্রসাদ সিংহ এবং এনজেপি সাংসদ পশুপতি পারস। অন্যদিকে মোদি মন্ত্রীসভায় এবার মোট সাতজন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রীর জায়গা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন অনুরাগ ঠাকুর, তেলেঙ্গানার নেতা জি কৃষ্ণ রেড্ডি, গুজরাটের একসময়ের রাজ্য বিজেপি সভাপতি পুরুষোত্তম রূপালা।

তবে প্রাক্তন আমলা হরদীপ সিং পুড়ির পূর্ণমন্ত্রী হওয়া যথেষ্ট অবাক করার মতো ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ তাঁর পারফরম্যান্স আহামরি কিছু ছিলনা বলেই মনে করা হচ্ছে। একইসাথে অরুণাচল প্রদেশের নেতা কিরেন রিজিযুকে এবার সাংগঠনিক বিস্তারে অবদান হেতু প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী করা হয়েছে বলে অনেকেই মনে করছেন। একই সাথে আসামের অন্যতম বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল মোদি মন্ত্রীসভায় জায়গা পেলেন। কার্যত হিসাব-নিকাশ অনুযায়ী মোদি মন্ত্রীসভার সম্প্রসারণ কতটা ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে, তা বলা যাবে আগামী সময়ে। আপাতত নতুন মন্ত্রীসভা নিয়ে 2024 এর লক্ষে প্রস্তুতি সেরে ফেললেন প্রধানমন্ত্রী মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!