এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দলীয় শৃঙ্খলার উর্ধ্বে কেউ নয়” বিদ্রোহীদের সতর্ক বার্তা অভিষেকের!

“দলীয় শৃঙ্খলার উর্ধ্বে কেউ নয়” বিদ্রোহীদের সতর্ক বার্তা অভিষেকের!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। অনেক জায়গাতেই তৃণমূলের অনেকে প্রার্থীপদ পছন্দ না করার কারণে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এই পরিস্থিতিতে মনোনয়ন পত্র প্রত্যাহারের আগেই নবজোয়ার কর্মসূচির শেষ সভা থেকে নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে বড় সতর্কবার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে কেউ যদি দলের বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে লড়াই করে, তাহলে যে আর তৃণমূল তাকে গ্রহণ করবে না, সেই ব্যাপারে স্পষ্ট বার্তা দিলেন তিনি।

 

প্রসঙ্গত, এদিন নবজোয়ারের সমাপ্তি সভা থেকে এই ব্যাপারে বড় বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “কেউ যদি দলের এই লড়াইয়ে শামিল না হয়ে নিজের মতো করে প্রার্থী হয় এবং দলকে বিপদে ফেলে, তাহলে তাকে দল কোনোমতেই গ্রহণ করবে না। দলীয় শৃঙ্খলার উর্ধ্বে কেউ নয়।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত পঞ্চায়েতে প্রার্থী পদ প্রত্যাহারের আগেই দলের যারা বিদ্রোহী হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, তারা যদি দলের বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে লড়ে, তাহলে জয়লাভ করলেও তাদেরকে দল গ্রহণ করবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!