এখন পড়ছেন
হোম > রাজ্য > আগামীকাল থেকে চালু হবে রাজ্যে লোকাল ট্রেন। জেনে নিন নিয়ম কানুন!

আগামীকাল থেকে চালু হবে রাজ্যে লোকাল ট্রেন। জেনে নিন নিয়ম কানুন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অনেক টালবাহানার পর অবশেষে চাকা ঘুরতে চলেছে লোকাল ট্রেনের। আগামীকাল থেকে রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। এ বিষয়ে রাজ্য ও রেলের কয়েকটি বৈঠকের পর শুরু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। আগামীকাল লোকাল ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্যে তৎপরতার সঙ্গে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। হাওড়া শিয়ালদহ শাখার ছোট-বড়-মাঝারি সমস্ত স্টেশন গুলিতে কাজ চলছে।

সুষ্ঠুভাবে যাতে লোকাল ট্রেন চালানো সম্ভব হয়, তার চেষ্টা আছে রেলের। কোন কোন স্টেশনে গার্ডেন বসানো হচ্ছে, কোথাও দূরত্ব বিধি মানার জন্য মার্জিন করা হচ্ছে, ট্রেনের কামরা স্যানিটাইজ করা হচ্ছে। আনলক পর্বে বাস, মেট্রো, বিমান চালু হলেও, লোকাল ট্রেন চালু হতে দীর্ঘ সময় লেগে গেল। দীর্ঘসময় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষের মনে ক্ষোভ বাড়ছিল।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন ৫০% যাত্রী নিয়েই লোকাল ট্রেন পরিষেবা শুরু হতে চলেছে। ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলবে বলে যাত্রী বিক্ষোভের আশঙ্কা করছে রেল। এদিকে করোনা সংক্রমণকালে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টিও একটা বিরাট চ্যালেঞ্জ। স্টাফ স্পেশাল ট্রেন গুলিতে যাত্রীদের ঠাসা ভিড় দেখে আতঙ্কগ্রস্থ হচ্ছেন অনেকেই। ট্রেনের অতিরিক্ত ভিড় থেকে করোনার সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা বিধি তথা স্বাস্থ্যবিধি মানতে ট্রেনের কামরা গুলিতে হিন্দি, বাংলা ও ইংরেজিতে নির্দেশাবলী রাখা হচ্ছে। ট্রেনের অতিরিক্ত ভিড় সামলাতে নানারকম প্রচেষ্টা আছে রেলের। ট্রেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে আরপিএফ ও জিএফ এর মধ্যে সমন্বয় বাড়াতে। প্ল্যাটফর্ম স্তর গুলি বন্ধ রাখা হচ্ছে। ট্রেনের কামড়ায় এখনই কোন বিক্রেতাকে উঠতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। প্রতিটি স্টেশনে আলাদা ঘর রাখা হবে। কোনো যাত্রীর যদি করোনার উপসর্গ দেখা যায়। তাহলে প্রথমে তাকে সেখানে রাখা হবে। তারপর তাকে হাসপাতালে পাঠানো হবে।

এদিকে গতকাল থেকে মান্থলি টিকিটের মেয়াদ বৃদ্ধির সুযোগ দেয়া হবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল। স্টেশনের কাউন্টারে গিয়ে মান্থলি টিকিটের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছিল। তবে স্টেশনে লিঙ্ক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আজ মঙ্গলবার শহর ও শহরতলীর একাধিক স্টেশনে লিংক না থাকার যাত্রীদের বিরাট লম্বা লাইন ছিল। অনেকে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। লিংক বিভ্রাটের ফলে সমস্যা হয় বহু যাত্রীর।

এদিকে লোকাল ট্রেন নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশকিছু নির্দেশিকা জারি করা হলো। গুরুত্বপূর্ণ স্টেশন থেকে বেরিয়ে যাত্রীরা যাতে সহজেই উপযুক্ত সংখ্যায় যানবাহন পেতে পারেন, সেটা নিশ্চিত করতে জেলা প্রশাসন কর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে শহর ও শহরতলীর বিভিন্ন স্টেশনে প্রবেশ ও প্রস্থানের যাতে একাধিক পথ থাকে সেই ব্যবস্থা করতেও বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দীর্ঘ বিরতির পর অবশেষে যাত্রা শুরু করতে চলেছে লোকাল ট্রেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!