“রাজ্যের জন্য বড় দিন” ট্যুইট করে অভিনন্দন মুখ্যমন্ত্রীর! জেনে নিন কারণ! জাতীয় রাজনীতি রাজ্য March 16, 2022 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- দিল্লির পর পাঞ্জাবে ক্ষমতা দখল করেছে আম আদমি পার্টি। আগামী দিনে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সংগঠনকে বিস্তার করার পরিকল্পনা রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের। আর এই পরিস্থিতিতে আজ পাঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ভগবন্ত মান। আর এই পরিস্থিতিতে একটি টুইট করে পাঞ্জাবের সাধারণ মানুষকে অভিনন্দন জানালেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সূত্রের খবর, আজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত সিংহ মান। আর তার আগেই একটি টুইট করেন অরবিন্দ কেজরিওয়াল। যেখানে তিনি লেখেন, “আজ পাঞ্জাবের জন্য একটি বড় দিন। নতুন আশার এই সোনালী মুহূর্তে আজ গোটা পাঞ্জাব এক হবে এবং উন্নত পাঞ্জাব করার জন্য শপথ নেবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য আমিও ভগৎ সিংয়ের পৈত্রিক ভিটে খটকর কালানে যাচ্ছি।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -