এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার সামনেই ভুল ধরলেন শুভেন্দু, মোবাইলে মুখ লুকোলেন মমতা! আজব দৃশ্য বিধানসভায়!

মমতার সামনেই ভুল ধরলেন শুভেন্দু, মোবাইলে মুখ লুকোলেন মমতা! আজব দৃশ্য বিধানসভায়!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন মুখ্যমন্ত্রীর বিভিন্ন বক্তব্য নিয়ে বিভিন্ন সভা সমিতিতে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার একেবারে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনেই তার ভুল ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাকেশ রোশনের চাঁদে যাওয়া থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর চাঁদে যাওয়া সহ মুখ্যমন্ত্রীর একাধিক বক্তব্য নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। যা দেখে রীতিমত হাসতে শুরু করেন বিরোধী দলের বিধায়করা। এদিকে যখন শুভেন্দু অধিকারী বিভিন্ন বক্তব্য নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন, তখন মুখের সামনে মোবাইল নিয়ে কোনোরকমে নিজেকে আড়াল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় পয়লা বৈশাখ বাংলা দিবস করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়। আর তার বিরুদ্ধেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কিছুদিন আগে করা একের পর এক বক্তব্য তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি , ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি, কাজী নজরুল ইসলাম যেমন মহাভারত লেখেনি, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন 1947 সালে মারা যায়নি, এই সমস্ত ইতিহাস যেমন পাল্টানো যায় না। ঠিক তেমনই 20 জুন পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাসকেও পাল্টানো যাবে না।” আর বিরোধী দলনেতা এই বক্তব্য রাখার সাথে সাথে অট্টহাসি পরিবেশ তৈরি হয় বিরোধী বেঞ্চে। হাসির সঙ্গে সঙ্গে বেঞ্জ বাজাতে শুরু করেন বিরোধী বিধায়করা। অন্যদিকে তার করা বক্তব্য যখন রোস্ট হচ্ছে বিরোধী দলনেতার মুখে, তখন কার্যত ইতস্তত হতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বিধানসভার ক্যামেরায় দেখতে পাওয়া যায়, মুখ্যমন্ত্রী মোবাইলে মশগুল হয়ে রয়েছেন। অর্থাৎ তিনি যে বিরোধী দলনেতার এই আক্রমনে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছেন, তা মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই স্পষ্ট বলেই মনে করছেন একাংশ।

বলা বাহুল্য, কিছুদিন আগেই একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে “রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন” বলে ট্রোলডের শিকার হন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে তৃণমূল ছাত্র পরিষদের একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আবার এক ভুল করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে “ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছেন” বলে মন্তব্য করেন তিনি। মুহূর্তের মধ্যে তার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও বা এই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি প্রিয়বন্ধু বাংলা। তবে সেই সব নিয়েই এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনেই কটাক্ষ ছুড়ে দেন বিরোধী দলনেতা। আর তাতেই এক আজব দৃশ্যের সাক্ষী থাকে রাজ্য বিধানসভা।

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন রাজনৈতিক কর্মসূচি থেকে তিনি মুখ্যমন্ত্রীকে তার বিভ্রান্তিকর বক্তব্য নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তবে এবার একেবারে ভরা বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনেই তার বক্তব্য নিয়ে আক্রমণ করে অট্টহাসির পরিবেশ সৃষ্টি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। চাপে পড়ে গেলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। যার কারণে বিরোধী দলনেতার এই বক্তব্যের সময় মোবাইলেই মুখ গুজে থাকতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে। অনেকে বলছেন, যে বক্তব্য রেখে সোশ্যাল মিডিয়ায় ট্রোলডের শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী, বিধানসভার ভেতরেও প্রধান প্রতিপক্ষের নেতার কাছ থেকেও সেই একঈ কথা শুনতে হলো তাকে। যার কারণে মোবাইল দেখা ছাড়া মুখ্যমন্ত্রীর কাছে আর তখন কোনো গতি ছিল না। অন্তত তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!