এখন পড়ছেন
হোম > রাজনীতি > রাজ্যকে “ভিখিরি” করার ঘোষণা মমতার! মন্ত্রীদের বল্লে-বল্লে, কর্মচারীরা মরলো বলে!

রাজ্যকে “ভিখিরি” করার ঘোষণা মমতার! মন্ত্রীদের বল্লে-বল্লে, কর্মচারীরা মরলো বলে!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে নাকি টাকা নেই! কেন্দ্রীয় সরকার নাকি টাকা দিচ্ছে না! সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার মতো ক্ষমতা নাকি নেই রাজ্য সরকারের! রাস্তায় দীর্ঘদিন ধরে না খেয়ে আন্দোলন করছেন একাংশ। তবুও সেদিকে ভ্রুক্ষেপে মুখ্যমন্ত্রীর। কিন্তু ভরা বিধানসভায় ঘটা করে তিনি ঘোষণা করলেন, রাজ্যের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধি করা হবে। ছিল 10 হাজার টাকা বেতন, এবার তা দাঁড়িয়ে করা হলো 50 হাজার টাকা। যা দেখে বিরোধীরা বলছেন, মন্ত্রীদের বল্লে-বল্লে, আর সরকারি কর্মচারীরা মরল বলে।

প্রসঙ্গত, এদিন রাজ্য বিধানসভায় বাংলা দিবস নিয়ে একটি প্রস্তাব আনে রাজ্য সরকার। আর তার শেষে বিধানসভায় মুখ্যমন্ত্রী এক অদ্ভুত ঘোষণা করেন। তিনি বলেন, “এখন থেকে রাজ্যের মন্ত্রীদের বেতন বাড়িয়ে 51 হাজার টাকা করা হলো। প্রতিমন্ত্রীদের বেতন 50 হাজার 900 টাকা এবং বিধায়কদের বেতন 50 হাজার টাকা করা হলো।” তবে রাজ্য যখন চলতে পারছে না, কোনো জায়গায় অর্থ খরচ করার মতো নাকি সামর্থ নেই রাজ্যের, সেখানে এই ঘোষণা করার অর্থ কি? রাজ্যকে কি বিক্রি করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়! নাকি তিনি অর্থ না থাকার যে অভিযোগ করেন, তা মিথ্যা! প্রশ্ন তুলছে বিরোধীরা।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ডিএর দাবিতে আন্দোলন করছেন। কখনও তাদের বিরোধী বলে দেগে দেওয়া, আবার কখনও তাদের পাত্তা না দিয়ে নানা কটুক্তি করতে দেখা গেছে রাজ্যের শাসক দলের জনপ্রতি নিধিদের। বেকার যুবক-যুবতীরা চাকরির আশায় হন্যে হয়ে রাস্তায় বসে রয়েছেন। তাদের দিকে কোনো নজর নেই রাজ্যের। কিন্তু মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়াতে হবে, ফলে অর্থনৈতিক বঞ্চনার যে অভিযোগ মুখ্যমন্ত্রী এতদিন করেছেন তা মিথ্যা! তার এই ঘোষণার মধ্যে দিয়েই তা স্পষ্ট হয়ে গেল। পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে, তিনি রাজ্যের বেকার সমস্যাকে জিইয়ে রাখতে চান, তিনি সরকারি কর্মচারীদের যন্ত্রনা দিতে চান! বিধানসভায় মন্ত্রী, বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণার পর এই সমস্ত প্রশ্ন তুলেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছে বিরোধীরা।

বিশেষজ্ঞদের মতে, শুধু বিরোধীরা নয়, সরকারি দলের জনপ্রতিনিধিরাও যখন একটি রাস্তা বা ব্রিজ করে দেওয়ার কথা বলেন, তখন মুখ্যমন্ত্রী বলেন, টাকা নেই এখন করা সম্ভব নয়। ফলে এমতাবস্থায় তিনি মন্ত্রী, বিধায়কদের এই বিপুল পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলতে পারেন কি করে! তাহলে কি এই করেই রাজ্যকে আরও সর্বনাশের মুখে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী! শেষমেষ কি রাজ্যকে ভিখিরে করে দিতে চাইছেন তিনি! মন্ত্রী, বিধায়কদের আনন্দে সরকারি কর্মীদের চোখের জলই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অমূল্য সম্পদ! তা না হলে চোখের সামনে এত জ্বলন্ত সমস্যা থাকা সত্ত্বেও কেন তার সমাধান না করে জনপ্রতিনিধিদের বেতন বাড়ালেন তিনি? প্রশ্ন তুলছে সমালোচক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!