এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ‘খেলা হবে’ গান বাজিয়ে মনোনয়ন জমা, আত্মপ্রত্যয়ী গৌতম!

‘খেলা হবে’ গান বাজিয়ে মনোনয়ন জমা, আত্মপ্রত্যয়ী গৌতম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা ভোট নির্বাচনে খারাপ ফলাফল হলেও, এবার যে তারা ভাল ফলাফল করবেন, সেই ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী তৃণমূল কংগ্রেস। আর বুধবার জলপাইগুড়িতে মনোনয়নপত্র দাখিলের সময় তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। এদিন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব সহ পাঁচ প্রার্থীকে নিয়ে তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়। যেখানে “খেলা হবে” ডিজে বক্সে গান বাজতেও দেখা যায়। আর স্লোগান সহ কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস দেখে জয়ের ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয়ী হয়ে ওঠেন গৌতম দেব।

জানা যায়, মঙ্গলবার রাত নটার সময় জলপাইগুড়ি শহরে চলে আসেন গৌতমবাবু। ক্লাব রোডের একটি হোটেলে রাত্রি বাস করেন তিনি। আর এর পরদিন বুধবার সকাল ন’টায় তিনি যান পান্ডাপাড়া কালীবাড়িতে। সেখানে পুজো এবং প্রার্থনার পর জেলা পার্টি অফিসে পৌঁছে জেলা সভাপতির সঙ্গে কথা বলে প্রায় 200 কর্মী সমর্থকদের নিয়ে সমাজপাড়া থেকে জেলাশাসকের অফিস পর্যন্ত পদযাত্রা করেন তিনি। যেখানে পথচারীদের কেউ কেউ এসে মন্ত্রীকে শুভেচ্ছা জানান।

পাল্টা তিনিও সকলকে আহ্বান জানান, যাতে সকলে জোড়া ফুল চিহ্নে ভোট দেন। আর এরপর সকাল এগারোটা নাগাদ পিডাবলুডি মোড়ে গেদে আর সেখানেই কর্মী-সমর্থকদের মিছিল আটকে দেয় পুলিশ। নিয়ম অনুযায়ী, সেখান থেকে তিনজনকে নিয়ে জেলাশাসকের দপ্তরে ঢোকেন গৌতম দেব। আর তারপরে ঘণ্টাখানেক মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলার পর ভেতর থেকে বেরিয়ে আসেন তিনি। আর যখন গৌতম দেব ভেতরে মনোনয়নপত্র জমা দিলেন, তখন বাইরে জোরে জোরে বাজতে দেখা যাচ্ছিল “খেলা হবে” গান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তৃণমূলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এত ধুমধাম দেখে অনেকেই হতচকিত হয়ে যান। এদিন গৌতম দেবের পাশাপাশি জলপাইগুড়ির তিন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা করেন। জয়ের ব্যাপারে তিনি কতটা আত্মবিশ্বাসী? এদিন এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, “সবকিছুই পরিবর্তনশীল। লোকসভা ভোটে কিছু মানুষের মন পরিবর্তন হয়েছিল। তাই ওই নির্বাচনে মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। কিন্তু এই ভোট রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের, রাজ্য সরকার প্রতিষ্ঠার জন্য ভোট। মানুষ চিন্তা ভাবনা করেই ভোট দেবে। আর এখন আগে কি হয়েছে তা ভেবে লাভ নেই। আমিও পিছনে ফিরে দেখছি না। খেলা যাই হোক, তা যেন ন্যায় নীতি মেনে হয় তাই কাম্য। মাথা নিচু করে মানুষের কাছে যাচ্ছি। মানুষ আমাকে ভালোবাসেন। কারণ আমি তাদের জন্য বহু কাজ করেছি। এখন ভোট প্রার্থনা করছি। নিশ্চিত ভাবেই তাদের আশীর্বাদ আমি পাব। জলপাইগুড়ির সাতটি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জিতবে।”

অর্থাৎ যতই বিজেপির প্রভাব থাক না কেন, জয়ের ব্যাপারে যে তিনি কার্যত আত্মবিশ্বাসী, তা মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর বুঝিয়ে দিলেন গৌতম দেব। স্বাভাবিকভাবেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে এই কথা বললেও, সত্যি যে “খেলা হবে” বলে শ্লোগান গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে, তাতে তিনি সেই খেলায় উত্তীর্ণ হতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!