এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কতটা নিরাপত্তা পাবেন শুভেন্দু? স্থির করবে আদালত, রায়দান নিয়ে জল্পনা!

কতটা নিরাপত্তা পাবেন শুভেন্দু? স্থির করবে আদালত, রায়দান নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্টের দিকে নজর রয়েছে সকলের। বস্তুত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পরেও রাজ্যের পক্ষ থেকে তার নিরাপত্তা বহাল রাখা হয়েছিল। তবে তিনি বিজেপিতে যোগদান করার পরেই কেন্দ্রের পক্ষ থেকে তাকে বাড়তি নিরাপত্তা প্রদান করা হয়। 2021 এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তিনি রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন।

আর এই পরিস্থিতিতে প্রতিনিয়ত সরকারের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়া শুভেন্দু অধিকারীকে রাজ্যের পক্ষ থেকে বিরোধী দলনেতা পদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও, তার নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। আর সেই মামলার পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই বৃহস্পতিবার সেই ব্যাপারে নিজেদের রিপোর্ট পেশ করে রাজ্য। আর সেই মত করেই আজ শুক্রবার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার একটি মুখবন্ধ খামে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট রাজ্যের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে পেশ করা হয়। বিরোধী দলনেতা হওয়া সত্ত্বেও কেন শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা করছে না রাজ্য সরকার, তা নিয়ে তোলা হয় প্রশ্ন। পাল্টা সরকারি আইনজীবীর পক্ষ থেকে দেওয়া হয় যুক্তি। আর এই পরিস্থিতিতে বিরোধী দলের ভূমিকা যে গণতন্ত্রের অন্যতম অঙ্গ এবং তার জন্য যে সকল পক্ষকে শক্তিশালী থাকতে হবে, তা স্মরণ করিয়ে দেন বিচারপতি।

তবে রাজ্যের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হলেও, বৃহস্পতিবার এই নিয়ে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি‌। যার ফলে শুক্রবার এই ব্যাপারে রায়দান হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। যার দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। পর্যবেক্ষকদের মতে, গোটা বিষয়ে যদি রাজ্য সরকার চাপে পড়ে যায়, তাহলে শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি বড় হাতিয়ার পেয়ে যাবে।

এক্ষেত্রে প্রতিমুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতাকে। বিভিন্ন বিষয়কে হাতিয়ার করে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তাই এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট রাজ্যের পক্ষ থেকে পেশ করা হলেও, তা আদালতের মন-পসন্দ হয় কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত আজ শুক্রবার এই ব্যাপারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয় কিনা এবং তার ফলে কোন পক্ষ চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!