এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পিসি-ভাইপোর বিবাদ তুঙ্গে? অভিষেকের বোনের এ কোন ফেসবুক পোস্ট! গুঞ্জন রাজ্যে!

পিসি-ভাইপোর বিবাদ তুঙ্গে? অভিষেকের বোনের এ কোন ফেসবুক পোস্ট! গুঞ্জন রাজ্যে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে, পিসি ভাইপোর মধ্যে সম্পর্ক নাকি আর ঠিকঠাক নেই! পিসি নাকি ভাইপোকে সহ্য করতে পারছে না। আবার পিসির একের পর এক সিদ্ধান্ত নাকি ভাইপো মেনে নিতে পারছেন না! যার ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে। আর এসবের মাঝেই দলের এত বড় কর্মসূচি হচ্ছে, রেড রোডে সেখানে পিসি থাকছেন, কিন্তু একবারের জন্যও সেই মঞ্চে দেখা গেল না ভাইপো তথা বাংলার যুবরাজকে। তিনি নাকি দিল্লিতে অধিবেশনে ব্যস্ত রয়েছেন। কিন্তু যিনি দলের চেয়ারপার্সনের পর এত বড় পদ অলংকিত করে রয়েছেন, তিনি একবারের জন্যেও সর্বভারতীয় নেত্রী তথা পিসির কর্মসূচিতে উপস্থিত হলেন না, এটা মেনে নিতে পারছেন না অনেকেই। আর এসবের জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েনের একটি ফেসবুক পোস্ট তুমুল জল্পনা বাড়িয়ে দিল। যার ফলে অনেকেরই প্রশ্ন, তাহলে কি দলের সমস্যা এবার ফাটল ধরাচ্ছে ব্যানার্জি পরিবারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেও কি এবার দলের ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেল? তবে কি এমন পোস্ট করেছেন অদিতি গায়েন, যা নিয়ে এত জল্পনা বাড়ছে!

সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুই দিন ব্যাপী ধর্না কর্মসূচির পর আজ রেড রোডে ধর্না করছে তৃণমূল যুব কংগ্রেস। আগামীকাল তৃণমূল ছাত্র পরিষদের পর আরও একাধিক শাখা সংগঠন এবং জেলা নেতৃত্বকে সেই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা বলেছেন তৃণমূল নেত্রী। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে একদিনের জন্যেও দেখতে পাওয়া যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনিতেই তার ভূমিকা নিয়ে এখন জল্পনা চলছে দলের মধ্যেই। আড়াআড়ি বিভাজনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার মাঝেই একটি তাৎপর্যপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন অদিতি গায়েন। যেখানে তিনি লেখেন, “যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্য ব্যক্তিদের নিয়ে ঘর সাজায়।”

আর এখানেই অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শিবিরের দিকেই এই পোস্ট করে কটাক্ষ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোন! যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের পুরনো দিনের সঙ্গীদের নিয়ে এই কর্মসূচি করছেন এবং যেখানে অনুপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে অদিতি গায়েনের এই ধরনের পোস্ট এই সময়ই কেন? তাহলে কি নিজের দাদার হয়ে তিনি ব্যাটিং করলেন! চাপে ফেললেন আদরের পিসিমণিকে?

বিজেপির দাবি, গন্ডগোল ভয়ংকর আকার নিয়েছে। পিসি ভাইপোর মধ্যে ক্ষমতা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। সেই কারণে আগামী দিনে জতুগৃহতে পরিণত হবে এই রাজ্যের শাসক দল। ভেঙে খান খান হয়ে যাবে তারা। কার হাতে দলের ক্ষমতা থাকবে, তা নিয়েই এত গন্ডগোল। এটা যে কোনো রাজনৈতিক দল নয়, এটা যে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেটা তো অনেকদিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছে। আর এখন তার করুণ পরিণতি দেখতে পাচ্ছেন রাজ্যের সাধারন মানুষ। এভাবেই একদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে এবং অন্যদিকে নিজেদের বিবাদেই ধুয়েমুছে সাফ হয়ে যাবে তৃণমূল বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, পর্দার আড়াল থেকে যুবরাজ নিজেই এই সমস্ত কাজ করাচ্ছেন না তো? পিসিকে বিপদে ফেলতে এবং দলের স্টিয়ারিং যে আর তার হাতে নেই, সেটা বুঝতে পেরেই কি তিনি নিজের বোনকে দিয়ে এই সমস্ত পোস্ট করাচ্ছেন! নাকি ক্রমশ পিসির একের পর এক সিদ্ধান্ত এবং পুরোনো নেতাদের সঙ্গে করে নিয়ে নিজের দল পরিচালনা করার যে ইচ্ছা, সেটাকেই কটাক্ষ করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিবির! যদি তাই হয়, তাহলে বুঝে নিতে হবে যে, পিসির টিমকে অযোগ্য বলার মত ক্ষমতা এখন হয়ে গিয়েছে ভাইপো শিবিরের। যে কারণে তারা এখন মুখ খুলতে শুরু করেছেন। আর যত সময় যাবে, ততই এটা বাড়তে শুরু করবে, যার চরম খেসারত দিতে হবে এই রাজ্যের শাসক দলকে। আর কোনোভাবেই তারা নিজেদের সাম্রাজ্য এবং ক্ষমতা উপভোগ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনের ফেসবুক পোস্টের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!