এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > আবারো বেফাঁস আপত্তিজনক মন্তব‍্য তৃণমূল নেতার, প্রকাশ‍্য সভায় অন্যরকম অভিযোগ

আবারো বেফাঁস আপত্তিজনক মন্তব‍্য তৃণমূল নেতার, প্রকাশ‍্য সভায় অন্যরকম অভিযোগ

লোকসভা নির্বাচনে প্রাক পর্ব থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল ও বিজেপির মহাযুদ্ধ দেখে চলেছে রাজনৈতিক মহল। আর এই রাজনৈতিক যুদ্ধ চালাতে গিয়ে প্রায়শই নেতা-কর্মীরা রাজনৈতিক ময়দানে করে ফেলেন বেফাঁস মন্তব্য। কখনো কখনো সেই বেফাঁস মন্তব্য রুচির সীমাও অতিক্রম করে। এদিন আবারও একই রকম আপত্তিকর মন্তব্য করলেন তৃণমূলের জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু। এদিন তিনি বিষ্ণুপুর সংসদের সৌমিত্র খাঁ এর বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ আনেন। উল্লেখ্য, একটা সময় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও দেবু টুডু দুই বন্ধু হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

সোমবার বিকেলে গলসির জাঁহাপুরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ও এন আর সির প্রতিবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। আর এই প্রকাশ্য সভায় দেবু টুডু বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর সম্পর্কে একটি আপত্তিকর অভিযোগ আনেন। প্রকাশ্য সভায় দেবু টুডু বলেন, সৌমিত্র খাঁ বিজেপির দলীয় নেতাকর্মীদের দেবু টুডুর নাম্বার দিয়ে তাঁকে প্রত্যেকদিন ফোন করে ‘জয় শ্রীরাম’ বলার নির্দেশ দিয়েছিলেন। যদিও সৌমিত্র খাঁয়ের নাম তিনি করেননি।

নাম না করেই অভিযোগের বন‍্যা বইয়ে দিয়েছেন তিনি। এইকারণে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরের রাজনৈতিক মহলে। এদিনের সভায় দেবু টুডু ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার বিদায়ী কাউন্সিলর খোকন দাস। সভা মঞ্চে দাঁড়িয়ে দেবু বলেন, “আমি সাঁওতাল ঘরের ছেলে। তোমাদের মত বাবুদের….মেরে তাড়িয়ে দেবো এই বাংলা থেকে।” বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে এদিন তিনি আরো বলেন, “আমি সাঁওতাল বলে আমাকে অপদস্থ করতে চাইছেন অনেকে। তাঁরা শুনে রাখুন গরিব মানুষেরা আমার সঙ্গে রয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেবু টুডু অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর কোন বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে, দেবু টুডুর এ ধরনের আপত্তিজনক মন্তব্যের পর তীব্র সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, রাজনৈতিক ময়দানে লড়াইতে নেমে প্রতিটি রাজনৈতিক দলেরই তাঁদের মন্তব্য সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কারণ তাঁদের মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট ছাপ ফেলে। আপাতত দেবু টুডুর অভিযোগের ভিত্তিতে বিজেপি শিবির থেকে কি মন্তব্য করা হয় সেদিকেই নজর আছে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!