এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রদবদল হল বঙ্গ বিজেপি পদের! পদ থেকে ইতি টেনে লড়াইয়ের বার্তা দিলীপ ঘোষের !

রদবদল হল বঙ্গ বিজেপি পদের! পদ থেকে ইতি টেনে লড়াইয়ের বার্তা দিলীপ ঘোষের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকাল ঘটেছে বঙ্গ বিজেপি তে বড়সড় রদবদল ,হস্তান্তর হয়েছে পদের ।  গতকাল বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে ইতি টানলেন দিলীপ ঘোষ তবে তার জায়গায় বর্তমানে নতুন রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছে সুকান্ত মজুমদার তাকে দায়িত্ব দেয়া হয়েছে রাজ্য সভাপতির পদে ।  তবে দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতির পদ থেকে সরে গিয়ে জানালেন যে এবার রাজ্যের বিজেপি সংগঠন আরো দৃঢ় হতে চলেছে কেননা রাজ্যে একটা ব্যালেন্স এর মাধ্যমেই এবার এই সংগঠন চাঙ্গা হবে ।

যেহেতু উত্তর বঙ্গের বিজেপি নেতা কে এবার রাজ্যে বিজেপির সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে আবার অপরদিকে দক্ষিণবঙ্গের থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কে রাজ্যের বিরোধী দলনেতা করা হয়েছে যার ফলে এই একটা ভারসাম্য  তৈরি  হবে আর এরই মাধ্যমে আগামী দিনে আরও সংগঠনরে বৃদ্ধি হবে বলে তিনি আশাবাদী । দলের মধ্যে উত্তর-দক্ষিণ এবার আরো শক্তিশালী করে বিজেপি এগিয়ে যাবে । যদিও তিনি সাংবাদিকদের মুখোমুখি একথাও জানিয়েছেন যে একুশে বিধানসভায় বিজেপির কার্যত তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি।

তবে সংগঠনের ভুলেরে অভিযোগ তুলেছেন কেউ কেউ তাই তিনি এই প্রসঙ্গে বললেন সেই ভুল আমরা সকলে অনুভব করছি আমরাই ভেবে ছিলাম বাংলা জয়ের জন্য , তা সফল হয়নি এবারও সাফল্য পাবে । এর পাশাপাশি তিনি আগামী দিনে রাজ্যের নবনিযুক্ত সভাপতি তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার কে  সবরকম সহযোগিতা করবেন বেলে তিনি জানালেন ।যদিও দিলিপ ঘোষ  বাংলার রাজ্য সভাপতি পদ  থেকে  তিনি ইতি টেনেছেন তবে তার ঘাড়ে আরো একটি বড় দায়িত্ব চাপানো হয়েছে  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি করে । তবে সেই দায়িত্ব যে  যথাযথ পালন করবেন বলে জানিয়েছেন সেই সঙ্গে তিনি এও জানান তিনি দলের সাধারন কর্মীর মতই কাজ করে যাবেন ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!