এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জঙ্গলমহলে কেন বিপর্যয় ঘটল বিজেপির? গোপন রিপোর্টে জল মাপছে গেরুয়া শিবির

জঙ্গলমহলে কেন বিপর্যয় ঘটল বিজেপির? গোপন রিপোর্টে জল মাপছে গেরুয়া শিবির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব উত্থান ঘটলেও, গত বিধানসভা নির্বাচনে একেবারেই আশানুরূপ ফললাভ করতে পারে নি বিজেপি। দলের সর্বশক্তি ব্যবহার করেও আসেনি কাঙ্খিত ফলাফল। বিশেষকরে জঙ্গলমহলের ফলাফল বিজেপিকে একেবারেই নিরাশ করেছে। দেখা যাচ্ছে, পুরুলিয়া জেলার সমস্ত বিধানসভা কেন্দ্র বিজেপি নিজের দখলে আনার চেষ্টা করেছিল। কিন্তু তা সম্ভব হয়নি। পুরুলিয়াতে কেন এই ফলাফল ঘটলো? তার কারণ অনুসন্ধানে সচেষ্ট হয়েছিল বিজেপি। এবার সামনে এলো তার রিপোর্ট।

আজ রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠকের আয়োজন হতে চলেছে। তার আগেই গত রবিবার পুরুলিয়া জেলার সাংগঠনিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে রিপোর্ট পেশ করা হয়। জেলায় দলের খারাপ ফলাফলের কারণ নিয়ে পর্যালোচনা চলে। যে রিপোর্টে দেখা গেছে, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই পুরুলিয়ায় অনুকূল পরিস্থিতি থাকলেও আশানুরূপ ফল লাভ করতে পারেনি বিজেপি। লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা বহু আসনে পিছিয়ে যেতে হয়েছে গেরুয়া শিবিরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও দেখা গেছে, অধিকাংশ বিধানসভা কেন্দ্রে আদিবাসীরা সমর্থন করেনি বিজেপিকে। বিশেষ করে কুড়মিদের একটা বড় অংশ বিজেপিকে ছেড়ে তৃণমূলকে সমর্থন করেছেন। তবে, বাউরি জনজাতির ভোট বিজেপির পক্ষেই এসেছে। বিধানসভা নির্বাচনে দলের পরাজয় ভুলে, এবার পুর নির্বাচনের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির।

বিধানসভা নির্বাচনের অপ্রাপ্তিকে পুরুলিয়ার পুর নির্বাচনে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানালেন যে, বিধানসভা ভোটের ফলাফল নিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করেছেন তাঁরা। এখন থেকেই তাঁরা পুরনির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান।

পুরসভার নির্বাচনের কথা চিন্তা করে জেলার সমস্ত ওয়ার্ডে একেবারে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। সেবামূলক কাজ করে মানুষের মন জয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, জেলার পুরসভার সমস্ত ওয়ার্ডে গিয়ে কাজ করবেন বিজেপি কর্মীরা। করোনা মহামারীর সময়ে নির্বাচনের প্রচারের মত বিষয় মানুষ পছন্দ করবেন না। তাই প্রচারের পরিবর্তে সেবার মাধ্যমে মানুষের মনজয়ের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

পুরুলিয়া জেলার তিনটি শহরের মানুষের মনজয় করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শহর এলাকায় দলের ফলাফল ভালো, কিন্তু নির্বাচনের পর বহু নেতাকর্মী গাছাড়া ভাব দেখাচ্ছেন। এই নেতা-কর্মীদের দলের কাজে, মানুষের সেবার কাজে যুক্ত হবার নির্দেশ দেওয়া হয়েছে। পরাজয়ের গ্লানি ঝেড়ে ফেলে আবার জঙ্গলমহল দখলের চেষ্টায় বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!