এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সভাপতি পদ পেয়েই বড় ধাক্কা সুকান্তর, বিস্ফোরক বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি!

সভাপতি পদ পেয়েই বড় ধাক্কা সুকান্তর, বিস্ফোরক বিজেপির সদ্য নিযুক্ত রাজ্য সভাপতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই প্রবল মারধর করা হয়েছিল মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানস সাহাকে। প্রবল মারধরের ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক মাস ধরে তিনি ছিলেন হাসপাতালে। আজ তাঁর মৃত্যু হয়েছে। দুষ্কৃতীর মারধরে বিজেপি প্রার্থীর মৃত্যু প্রসঙ্গে গর্জে উঠলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি জানালেন, বাংলার গণতন্ত্রের জন্য আজকের দিনটি একটি কালো দিন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন তিনি।

আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানালেন যে, ভোট গণনার দিনে দুষ্কৃতী হামলাতে বিজেপি প্রার্থী মানস সাহা আক্রান্ত হয়েছিলেন। পশ্চিমবঙ্গে দুষ্কৃতী হামলায় প্রার্থীর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিজেপি প্রার্থী মানস সাহা সরকার পক্ষের গুন্ডা বাহিনীর আক্রমণে মারা গেলেন। বাংলার গণতন্ত্রের জন্য আজকের দিনটি একটি কালো দিন। এই ঘটনার জন্য তিনি সিবিআই তদন্তের দাবি করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূল নেতারা কয়লা, বালি, ত্রাণের কাটমানিতে চলেন। সেই সমস্ত প্রমান সকলেই দেখেছেন। বহুদিন ধরে গ্রামে-গঞ্জে সরকারি প্রকল্পের টাকা লুটপাট করে যাচ্ছেন তৃণমূলের নেতারা। তৃণমূলের কোন নেতাকে কত টাকা দিলে স্কুলে চাকরি পাওয়া যাবে, তা এলাকার ছোট- ছোট ছেলেরা সকলেই বলতে পারে। বাংলায় এখন চাকরির নিলাম চলছে।

অন্যদিকে বিজেপি প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লা জানালেন যে, ভোট গণনার দিন কাউন্টারেই ছিলেন তিনি। পরে তিনি মানস সাহার ওপর হামলার ঘটনার কথা জানতে পেরেছেন। এছাড়া তিনি কিছু জানতেন না। মানস সাহার মৃত্যু তারা চাননি। তার পরিবার ভালো থাকুন। সেদিন মানস সাহাকে কারা ধাক্কাধাক্কি করেছিল? তা তার পক্ষে জানা সম্ভব হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!