এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সরাসরি নাম না নিয়েও শুভেন্দুকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার

সরাসরি নাম না নিয়েও শুভেন্দুকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ হেভিওয়েট তৃণমূল নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শাসকদল তৃণমূলের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তলানিতে ঠেকে গিয়েছিল। ধাপে ধাপে তিনি মন্ত্রিত্ব, বিধায়ক বিধায়ক পদ, দলের সদস্য পদ ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত যোগদান করেছেন বিজেপিতে। বিজেপিতে যোগদানের পর তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আবার তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বারবার বিশ্বাসঘাতক বলে কটাক্ষ করা হয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে তাঁকে বারবার বিশ্বাসঘাতক বলার পর গত বৃহস্পতিবার কাঁথির সভা থেকে তাঁকে নিয়ে করা তৃণমূলের ‘ বিশ্বাসঘাতক ‘ মন্তব্যের জোরদার জবাব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে, মেদিনীপুরে কখনোই বিশ্বাসঘাতকের জন্ম হয় না। তিনি জানিয়েছিলেন যে, মেদিনীপুরের মাটি হল বর্ণপরিচয় এর স্রষ্টা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, মেদিনীপুরের মাটি শহীদ ক্ষুদিরামের মাটি, মেদিনীপুরের মাটি স্বাধীনতা সংগ্রামী ড.সুশীল কুমার ধাড়া, মাতঙ্গিনী হাজরার মাটি। এই মাটিতে তাম্রলিপ্ত সরকার গঠন করা হয়েছিল। এরপর তৃণমূলকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের ৩৫ টি আসনের মধ্যে ৩৫ টি আসনেই তিনি পরাজিত করবেন তৃণমূলকে।

এরপর আজ উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়ার উদয়ন সংঘের ময়দানে তৃণমূল কংগ্রেসের এক দলীয় সভা থেকে সরাসরি নাম না করেও শুভেন্দু অধিকারীকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করা হলো। আজ উদয়ন সংঘের মাঠে আয়োজিত তৃণমূলের এই সভায় যোগদান করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল নেতা মদন মিত্র, পার্থ ভৌমিক, তাপস রায় প্রমুখরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সভা থেকে শুভেন্দু অধিকারী ও রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপিকে একাধিকবার নানাভাবে অভিযুক্ত ও কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে, তৃণমূলকে চমকে ধমকে কোন লাভ হবে না। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি তৃণমূলের ঘর ভাঙানোর খেলায় নেমে পড়েছে। তিনি দাবি করেছেন, তৃতীয়বারের জন্য রাজ্যের শাসন ক্ষমতা দখল করবে তৃণমূল। অন্যদিকে আজকের এই সভা থেকে সরাসরি নাম না নিয়েও শুভেন্দু অধিকারীকে মীরজাফর বলে ব্যঙ্গ করলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক।

আজকের এই সভা থেকে তৃণমূল নেতা পার্থ ভৌমিক জানালেন যে, ভোটের ৪ মাস আগেই বাংলা মীরজাফরকে চিহ্নিত করতে পেরেছে। তিনি আরও জানালেন যে, তিনি দায়িত্ব নিয়ে বলতে চান তৃণমূলে আর কোন মীরজাফর নেই। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র প্রমুখ নেতাদের কুর্নিশ করেন। তিনি জানালেন যে, এই নেতারা জেল খেটেছিলেন, কিন্তু নিজেদের মেরুদন্ড বিক্রি করে দেননি তাঁরা। তিনি আরো জানান যে, তৃণমূল সাংসদ শিশির অধিকারীর জন্য তাঁর খারাপ লাগে। কারণ তাঁর মুখে কালি মাখিয়ে দিয়েছে তাঁর ছেলে।

এভাবে শুভেন্দু অধিকারী কে একাধিক কটাক্ষ করলেন তৃণমূল নেতা পার্থ ভৌমিক। প্রসঙ্গত ইতিপূর্বে তৃণমূলকে লড়াই করতে হয়েছে বিজেপির সঙ্গে। কিন্তু এখন তৃণমূলকে লড়াই করতে হচ্ছে শুভেন্দু অধিকারী ও বিজেপির সঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!