এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরা যাবার আগেই বড় বাধার সম্মুখীন তৃণমূল হেভিওয়েট, ব্যাপক উত্তেজনা

ত্রিপুরা যাবার আগেই বড় বাধার সম্মুখীন তৃণমূল হেভিওয়েট, ব্যাপক উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আসার পরেই সর্বভারতীয় স্তরে তৃণমূলের শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন তৃণমূল কর্মীদের ত্রিপুরায় গিয়ে সাংগঠনিক শক্তি বাড়ানোর। গত 31 শে অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটি থেকে জানিয়েছিলেন, ত্রিপুরার পুরভোটে এবার তৃণমূল অংশগ্রহণ করবে। আর সেই উদ্দেশ্যেই ইতিমধ্যেই বাংলার একাধিক হেভিওয়েট তৃণমূল নেতা ত্রিপুরায় কাজ শুরু করেছেন। অন্যদিকে ত্রিপুরার অন্যতম দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ। কিন্তু তাঁর দায়িত্ব পালনে পদে পদে বাধা পড়ছে।

তার কারণ ত্রিপুরা পুলিশ আরো একবার চারটি মামলা করলেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদকের বিরুদ্ধে। বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছেন কুনাল ঘোষ নিজেই। পাশাপাশি ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে তিনি ব্যাপক ভাবে আক্রমণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে ত্রিপুরা পৌঁছানোর কথা কুনাল ঘোষের। আর সেই প্রসঙ্গ জানিয়ে কুনাল ঘোষ এবার রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি বিকেলেই আগরতলা যাচ্ছেন। পারলে গ্রেপ্তার করুক ত্রিপুরা পুলিশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত কুনাল ঘোষ দাবি করেছেন, ত্রিপুরায় যেভাবে তৃণমূল তাঁদের শক্তি বৃদ্ধি করছে, তা দেখেই ভয় পেয়েছে সেখানকার বিজেপি সরকার। আর তাই তাঁর বিরুদ্ধে একই ইস্যুতে একাধিক মামলা। প্রসঙ্গত ত্রিপুরায় রীতিমতো পালা করে তৃণমূল নেতারা যাচ্ছেন। তবে এতো সহজে ত্রিপুরায় তৃণমূল দলীয় কর্মসূচি সম্পন্ন করতে পারছেননা তৃণোমূল নেতা কর্মীরা। কারণ তাঁদের পদে পদে বাধার মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উত্তেজনা তৈরি হয়।

শেষ মুহূর্তে সভার স্থান পরিবর্তনের নির্দেশ দেয় পুলিশ। পরবর্তীতে আদালতের নির্দেশে পুরনো জায়গাতেই সভা করা হয়। সব মিলিয়ে ত্রিপুরা বিজেপি সরকার তৃণমূলকে আটকানোর জন্য সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে বলেই দাবি তৃণমূলের। আর সেই সূত্রেই কুণাল ঘোষের বিরুদ্ধে একই ইস্যুতে একাধিক মামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার সূত্র ধরে ত্রিপুরায় আরো একবার উত্তেজনা সৃষ্টি হতে পারে। আপাতত দেখার, কুনাল ঘোষ ত্রিপুরা পৌঁছানোর পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!