এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর প্রতি দলের অসন্তোষ? এ কি বললেন দিলীপ ঘোষ?

শুভেন্দুর প্রতি দলের অসন্তোষ? এ কি বললেন দিলীপ ঘোষ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গেরুয়া শিবিরের এই মুহূর্তে টালমাটাল অবস্থা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এবার প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র মন্তব্য করলেন দলের আরেক নেতা। আর তাই নিয়ে গেরুয়া শিবিরে জমে উঠেছে তরজা। ইতিমধ্যেই বিরূপ মন্তব্যকারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সেই প্রসঙ্গে এবার নিজের মতামত জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবং উল্লেখযোগ্যভাবে তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের অন্দরে যে একটা অসন্তোষ তৈরি হয়েছে সে কথা স্বীকার করে নিলেন। তবে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দলের আসল শক্তি বলে নিচুতলার কর্মীদের উল্লেখ করেছেন।

হাওড়া পুর নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রধান হয়েছেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। আর সেই বৈঠকের কথাই প্রকাশ্যে তুলে ধরেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। তিনি জানান, শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে তৃণমূলের আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন দলের বৈঠকে। এবং বৈঠকে উপস্থিত অন্যরা শুভেন্দু অধিকারীর এই অভিযোগের বিরুদ্ধে কোনো কথা বলেনি। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সুরজিৎ সাহাকে বিজেপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং বহিষ্কারের পর ওই বিজেপি নেতা আরও বিস্ফোরক হয়ে ওঠেন। পুরসভা নির্বাচনের আগে এই ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে দলের ওপর? আর এই প্রশ্নের উত্তর দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি জানান, গেরুয়া শিবিরে একটা সিস্টেম চলতে থাকে। প্রচুর কর্মী এই দলে কাজ করছেন। যদি কারো সমস্যা হয়, তাহলে সে দল ছেড়ে চলে যেতেই পারে। অনেকেই চলে গেছেন, তবে দলে যারা বুথ স্তরের কর্মী তারাই লড়াই জেতাবেন বলে দাবী করেন দিলীপ ঘোষ।

আর এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ মন্তব্য করেন, শুভেন্দু অধিকারীকে নিয়ে। রীতিমতো তুলনা করে তিনি বলেন, 28 বছর তিনি বিজেপি করছেন। আর শুভেন্দু অধিকারী ছয় মাস হলো দলে এসেছেন। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলের অন্যতম আলোচ্য হয়ে উঠেছে। তবে দলে যে অসন্তোষ রয়েছে, সে কথা তিনি স্পষ্টভাবেই জানান। দিলীপ ঘোষের এই মন্তব্য গেরুয়া শিবিরের অস্বস্তি কি আরও বাড়িয়ে তুলল? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক অলিন্দে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!