এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ,প্রাণ হারালো সমর্থক

ফের তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষ,প্রাণ হারালো সমর্থক

তৃনমূলের গোষ্ঠী সংঘর্ষে প্রাণ গেল ১জনের। মৃতের নাম চিত্তরঞ্জন ভূঁইঞা।গুরুতর আহত হয়েছেন ২জন।ঘটনাটি ঘটেছে কেশপুর চার নম্বর অঞ্চলের কেওসা গ্রামে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যদিও পুলিশ সূত্রে গোষ্ঠী দ্বন্দ নয় পারিবারিক ঘটনা বলে দাবি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, আজ দুপুরে কেশপুর চার নম্বর অঞ্চলে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, ওই অঞ্চলের সভাপতি সুলতান চৌধুরীর নেতৃত্বে চিত্তরঞ্জন ভুঁইয়ার উপর হামলা করে এক দল লোকজন। তাঁর উপর লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থল থেকে তাকে কলকাতার উদ্যেশ্যে নিয়ে যাওয়ার পথে কোলাঘাটের কাছে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২জনের আহত হওয়ার খবর এসেছে। আহত দুই জনকে চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করে হয়েছে। এই ঘটনার কারণ হিসেবে জানা গেছে, চিত্তরঞ্জন বাবু কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পানের অনুগামী বলেই পরিচিত। অভিযোগ সুলতান চৌধুরী সভাপতি সঞ্জয় পান বিরোধী হওয়ায় তাঁকে সরানোর চেষ্টা চলছিল। সেই পরিকল্পনাতে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন চিত্তরঞ্জন বাবু। সেই আক্রোশ থেকেও এই ঘটনা হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!