এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়রের উপর কি ভরসা নেই তাই নতুন সফটওয়্যার উঠছে প্রশ্ন

মেয়রের উপর কি ভরসা নেই তাই নতুন সফটওয়্যার উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি গোটা রাজ্যে মশাবাহিত রোগের প্রকোপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে একটি অত্যাধুনিক সফটওয়্যার বানিয়েছে রাজ্য স্বাস্থ্যদপ্তরের আইটি শাখা। যার নাম ‘ভেক্টর বর্ন ডিজিজ মনিটরিং সিস্টেম’।ডেঙ্গু, ম্যালেরিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা গ্রহণের সুবিধার্থে রাজ্যের মোট ১২৭ টি পুরসভা কে এই সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপ গ্রহণের শুরুর দিকে কলকাতা পুরসভা এই সফটওয়ারের আয়ত্ত্বাধীন ছিলোনা। তবে মাত্র কদিন আগে সেখানে কলকাতা পুরসভার নাম অন্তর্ভুক্তি হয়েছে । এই সফটওয়ারের সাহায্যে স্বাস্থ্য বিষয়ে পরিচ্ছন্নতা ও সতর্কতাসূচক সবরকম জরুরি তথ্য মোবাইল অ্যালার্ট হিসেবে স্বাস্থ্যকর্তা থেকে মুখ্যমন্ত্রী, প্রত্যেকের কাছে পাঠানোরই ব্যবস্থা রয়েছে।স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, “জনস্বার্থে এই কাজ করা হয়েছে। এতে কলকাতা পুরসভার তথ্য যেমন আমরা পাব, তেমনই আমাদের সফটওয়্যারের সুবিধা ওরাও নিতে পারবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!