এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মাওবাদী নেতা কিষেণজি ও মমতাকে নিয়ে বোমা ফাটালেন মুকুল রায়

মাওবাদী নেতা কিষেণজি ও মমতাকে নিয়ে বোমা ফাটালেন মুকুল রায়


২০১১ তে তৃণমূল নেত্রী ৩৪ বছরের বাম জমানাকে শেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বানানোর অন্যতম কারিগর ছিলেন মুকুল রায়। আর তার পর কেটে গেছে ৭ বছর। তাঁর সেই অত্যান্ত কাছের সৈনিক আজ দলবদল করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তার পর থেকেই একের পর এক বোমা ফাটাচ্ছেন।

এদিন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে পথসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখেন মুকুলবাবু । আর সেখান থেকেই ফের নেত্রীকে তীব্র আক্রম করে তিনি দাবি করেন যে, “কিষেণজিকে সঙ্গে নিয়েই মেদিনীপুরে প্রবেশ করেছিলেন মমতা । প্রতিদিন খবর রাখতেন । কিষেণজিকে জিজ্ঞাসা করতেন কতজন মারা গেছে । সিপিআইএম-এর কতজন মারা গেছে এবং সাধারণ গ্রামবাসী কতজন মারা গেছে । আর সেই কিষেণজিকেই মারা হল । অভিষেকও একটা সভা থেকে স্বীকার করেছিল, মমতার সরকার একজনকেই খুন করেছিল । তিনি হলেন মাওবাদী নেতা কিষেণজি । ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাই যদি হয় তবে কেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দিয়েছিলেন এই নিয়েও এদিন মুখ খোলেন তিনি। তিনি দাবি করেন যে, “সিপিআইএম-এর সন্ত্রাস থেকে জনগণকে মুক্তি দিতে চেয়েছিলাম । ওরা গণতন্ত্র চুরি করছিল । চোর তাড়াতে গিয়ে ডাকাতরানিকে ডেকে নিয়ে এলাম ।”

এদিকে রাজী ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিরোধীশূন্য করে রাজ্যের ৪২ টি আসন চাই বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমেত তাঁর দল। শুধু তাই নয়, তৃণমূল বার বার দাবি করছে যে ৪২ সে ৪২ টি আসন জিতে তারা দিল্লিতে এবার সরকার গড়বে। আর তৃণমূল নেত্রী হবেন প্রধানমন্ত্রী। আর এই নিয়েই রাজ্যে চলছে জমজমাট প্রচার।

এদিন এই নিয়েও নেত্রীকে বিঁধতে ছাড়েননি মুকুল রায়। এদিন তিনি নেত্রীকে কটাক্ষ করে বলেন যে, “42টি আসন পেয়ে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন ? ওঁর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, না হয় তুকতাক করছেন কিংবা জ্যোতিষ গণনা করছেন । ভাবছেন কোনওভাবে যাতে একবার প্রধানমন্ত্রী হতে পারেন ।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!