এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনী আবহে কমিশনের বড় ধাক্কা তৃণমূল সুপ্রীমোকে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে

নির্বাচনী আবহে কমিশনের বড় ধাক্কা তৃণমূল সুপ্রীমোকে, ব্যাপক চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভোটের আগে এবার বড়সড় ধাক্কা তৃণমূল নেত্রীকে নির্বাচন কমিশনের। নন্দীগ্রামে নির্বাচনের আগে মনোনয়ন জমা করে প্রচারে বেরিয়ে আহত হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়ে রাজনীতিতে ওঠে বিতর্কের ঝড় যা এখনো বর্তমান। মুখ্যমন্ত্রী এই ঘটনায় আহত হওয়ার পর অভিযোগ তুলেছিলেন ষড়যন্ত্রের। এবং নাম না করেও ইঙ্গিত দিয়েছিলেন গেরুয়া শিবিরের দিকে।

 ইতিমধ্যে নন্দীগ্রামের ঘটনায় বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আর এবার সরিয়ে দেওয়া হলো মুখ্যমন্ত্রীর সবথেকে কাছের মানুষকে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা আধিকারিককে এবার সরিয়ে দিল নির্বাচন কমিশন।

শুক্রবার এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এ ব্যাপারে। তবে জানা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে কেন সরিয়ে দেওয়া হল, তা নিয়ে অবশ্য বিশেষ কোনো ব্যাখ্যা দেয়নি কমিশন। তবে ধরে নেওয়া হচ্ছে, কমিশনের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নন্দীগ্রাম কাণ্ড। তৃণমূল নেত্রীর নিরাপত্তা আধিকারিকের পদে নতুন কাকে আনা হবে, তা অবশ্য এখনও জানা যায়নি। গত 10 মার্চ নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জখম হন এবং গুরুতর চোট পেয়ে তিনি কলকাতায় ফিরে আসেন। প্রায় দেড় দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর আঘাত পাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছিল। অন্যদিকে তৃণমূল এবং বিজেপি উভয়ই পর্যাপ্ত তদন্তের দাবিতে কমিশনে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের জখম হওয়ার ঘটনায় মুখ্য সচিব এবং সিইওর কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। তাঁদের রিপোর্ট নিয়ে কমিশনের ফুল বেঞ্চ বৈঠকেও বসে।

 এরপরে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আসেন জ্ঞানবন্ত সিং। এছাড়াও পূর্ব মেদিনীপুরের জেলা শাসক বিভু গোয়েলকে সরানো হয়। সে জায়গায় নতুন জেলাশাসক হয়ে আসেন স্মৃতি পান্ডে। পাশাপাশি প্রবীণ প্রকাশকে পুলিশ সুপারের পদ থেকে সরিয়ে নিয়ে আসা হয় সুনীল কুমার যাদবকে।

কিন্তু এতদিন পর হঠাৎ করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিককে নির্বাচন কমিশনের সরিয়ে দেওয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। রেলমন্ত্রী থাকার সময় থেকে এই অশোক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর  নিরাপত্তার দেখাশোনা করতেন। এরপর দীর্ঘ দশ বছর মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত আধিকারিককে নিজের নিরাপত্তা আধিকারিকরূপে বহাল করেন।

 সেই থেকে অশোক ভট্টাচার্য এই দায়িত্বে রয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিককে সরিয়ে নেওয়া হলেও এখনো পর্যন্ত তাঁর নিরাপত্তায় নতুন কে আসবেন তা জানানো হয়নি। ফলস্বরূপ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে বলেই মনে করা হচ্ছে। আপাতত দেখার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশন এবার নতুন কি সিদ্ধান্ত গ্রহণ করে!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!