এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি এবার বড়োসড়ো নালিশ নিয়ে নির্বাচন কমিশনে হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বিজেপি এবার বড়োসড়ো নালিশ নিয়ে নির্বাচন কমিশনে হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে সকাল থেকেই সরগরম হয়ে রয়েছে রাজনৈতিক মহল। আর একদিন পরেই রাজ্যের ষষ্ঠ দফার নির্বাচন। আর তার আগেই এই রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের একটি ভিডিওকে ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। তবে এই ভিডিওটি এখনো পর্যন্ত প্রিয় বন্ধু মিডিয়া যাচাই করে দেখেনি। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ভিডিওতে ফিরহাদ হাকিমকে বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নানান অশালীন মন্তব্য করতে শোনা গিয়েছে।

আর এবার তৃণমূল প্রার্থী হিসেবে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বড়োসড়ো পদক্ষেপ নিতে বিজেপির পক্ষ থেকে স্বপন দাশগুপ্ত এবং শিশির বাজোরিয়া নির্বাচন কমিশনে এই ভিডিও নিয়ে নালিশ জানালেন। তাঁরা কমিশনের কাছে এই নিয়ে অভিযোগ জানিয়ে দাবী জানিয়েছেন, ফিরহাদ হাকিমের প্রার্থীপদ রদ করার। এ প্রসঙ্গে বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, ফিরহাদ হাকিম যেভাবে রাজ্যের বিজেপি কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়েছেন সেটি হিংসাত্মক মন্তব্য বলেই গৃহীত হবে, গণতন্ত্রে যা মোটেই কাম্য নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপি এই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে গেলে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ফিরহাদ হাকিম এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যে ভিডিওটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেটি পুরোপুরি অসত্য। বিজেপি নেতারা অবশ্য দাবি জানিয়েছেন, এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলার পর শীতলকুচির ঘটনা ঘটে। সেখান থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে এই ঘটনা ঘটেছে।

আর এবার বন্দর এলাকার তৃণমূল প্রার্থী যেভাবে মন্তব্য করেছেন, তা থেকেও নতুনভাবে শীতলকুচি ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। তবে কমিশনের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শুধুমাত্র এই ভিডিও বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবে ষষ্ঠ দফার ভোটের আগে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে যে ভিডিওটি সামনে নিয়ে আসা হয়েছে বিজেপির পক্ষ থেকে, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এই ভিডিওকান্ড ঘিরে তৃণমূল বিজেপির রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!