এখন পড়ছেন
হোম > রাজ্য > ছাত্রদের ঘেরাও রাজনীতিতে বেড়ি পড়াতে কড়া নির্দেশিকা পার্থ চট্টোপাধ্যায়ের

ছাত্রদের ঘেরাও রাজনীতিতে বেড়ি পড়াতে কড়া নির্দেশিকা পার্থ চট্টোপাধ্যায়ের

অবশেষে দলের ছাত্র সংগঠনকে ডেকে দলীয় শৃঙ্খলায় আরও মনোযোগী হওয়ার জন্য কড়া নিদান দিলেন খোদ তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই রাজ্যের কলেজে কলেজে তোলাবাজি, অধ্যক্ষ ঘেরাওয়ের মত বিস্ফোরক অভিযোগ আসছিল শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে।

আর এই বিশৃঙ্খলা আটকাতে কিছুদিন আগে শহরের বেশ কিছু কলেজ পরিদর্শনেও যেতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। এমনকি সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া জয়া দত্তকে।

ছাত্ররাই ছাত্র রাজনীতি করবে বলে ভেঙে দেয়া হয় রাজ্যের বিভিন্ন জেলার তৃণমূল ছাত্র পরিষদের কমিটি। সম্প্রতি সেই রাজ্য সভাপতি পদে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়োগ করে রাজ্যের 17 জেলার দলীয় ছাত্র সংগঠনের সভাপতি ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। গতকাল সেই বিভিন্ন জেলার সভাপতি ও রাজ্য তৃণমূল কংগ্রেসের কমিটির এক বৈঠকে উপস্থিত হয়ে দলের ছাত্র নেতাদের সঠিক ভাবে চলার পথ বাতলে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, এদিনের এই বৈঠকে কলেজে কলেজে ভর্তিতে তোলাবাজি এবং অধ্যক্ষ ঘেরাও বন্ধের ব্যাপারে 17 টি জেলার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতিকে সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী। ভর্তির নামে কোথাও কোন তোলাবাজি হলে দল যে তাকে রেয়াত করবে না এদিন তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

আর এরপরই বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ছাত্রদের সংগঠিত করে কলেজের সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সমস্যা, পঠন-পাঠনের সমস্যা নিয়ে আমাদের আজকের এই বৈঠকের বিস্তারিত আলোচনা হয়েছে। সংগঠন বাড়াতে কি কি উদ্যোগ নেওয়া যায় তা জানতে বিশেষজ্ঞদের আনার ব্যবস্থা করা হচ্ছে।”

একাংশের মতে, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন সঠিক পথে দলীয় ছাত্র সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চান খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের প্রথম দিনের এই বৈঠকে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশই দলের ছাত্র সংগঠনের নেতাদের কাছে পৌছে দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু এদিনের এই বৈঠকে 17 টি জেলার জেলা সভাপতি উপস্থিত থাকলেও বাকি অঘোষিত আটটি জেলার জেলা সভাপতি ঠিক কবে ঘোষণা হবে তা নিয়ে ধন্দে প্রত্যেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!