মোদিকে আক্রমণের পাশাপাশি এবার এই বিজেপি নেতাকে ”গদ্দার” আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য May 7, 2019 দেশের সঙ্গে রাজ্যে পাঁচ দফার ভোট সদ্য শেষ হয়েছে। ১২ মে ষষ্ঠ দফার ভোট। আর আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গে তিনটি সভা করার কথা রয়েছে বিজেপি সভাপতি অমিত শাহর। প্রথম সভা রয়েছে মেদিনীপুরের ঘাটালে , অন্যদুটি মেদিনীপুর ও বিষ্ণুপুরে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়েরসভা রয়েছে বাঁকুড়ার রানিবাঁধে, পুরুলিয়ার সাঁতুড়ি ও বাঁকুড়ার বড়জোড়ায়। আর আজ বাঁকুড়ার রানিবাঁধের প্রচার মঞ্চ থেকে ফের একবার মোদী শাহকে তীব্র আক্রমণ জানালেন তৃণমূল নেত্রী। বাঁকুড়ার প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করছেন মুখ্যমন্ত্রী। আর সেখান থেকেই বিজেপিকে এক হাত নেন নেত্রী। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেখান থেকেই এবার মুকুল রায়, অর্জুন সিং এর পর নাম না করে বাঁকুড়ার তৃণমূলের সংসদ বর্তমানে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন সেই সৌমিত্র খাঁ -কে ‘গদ্দার ‘ বলে আক্রমণ শানান। সৌমিত্রবাবুকে ‘গদ্দার’ তকমা দিয়ে টাকা লুঠ করার অভিযোগ আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি তোলায় ক্ষুব্ধ হয়ে ওঠার পাশাপাশি সেই বিজেপি কর্মীদের জেলে ভাড়ার অভিযোগ তুলেছে বিরোধীরা। সাথেই এদিন প্রধানমন্ত্রী তাঁর সভা থেকে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানান। আর এদিন তার উত্তর দিয়ে নেত্রী জানান যে, ‘তুমি যাঁকে মানবে আমি তাঁকে মানব না। বিজেপির স্লোগান আমি মরে গেলেও আমার মুখ থেকে বের করতে পারবে না।’ এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মাওবাদী সমস্যা দূর করতে এক্কেবারেই ব্যর্থ হয়েছে মোদী সরকার। ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে এই সমস্যা বিজেপি মেটাতেও না পারলেও, বাংলাতে এই সমস্যা দূর করতে সমর্থ হয়েছে বাংলার মমতা-সরকার । আপনার মতামত জানান -